চীনের ভূগর্ভে বিশ্বের বৃহত্তম স্বর্ণ খনির সন্ধান
২৯ নভেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৫১ পিএম
কেন্দ্রীয় চীনের ভূগর্ভে বিশ্বের বৃহত্তম স্বর্ণ খনির সন্ধান পাওয়া গেছে যেখানে প্রায় ১,০০০ মেট্রিক টন স্বর্ণ আকর সঞ্চিত হয়ে আছে। যা অত্যন্ত উচ্চমানের বলেও দাবি করা হচ্ছে।
চীনের পিংজিয়াং কাউন্টিতে এই বিপুল পরিমাণ সোনা সঞ্চিত রয়েছে বলে জানিয়েছেন হুনান প্রদেশের জিওলজিক্যাল ব্যুরোর কর্মকর্তারাও। প্রসঙ্গত, এই পিংজিয়াং কাউন্টি হুনান প্রদেশেরই উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত। চীনের সরকারি সংবাদমাধ্যমে আরও দাবি করা হয়েছে, এই বিপুল পরিমাণ সোনার মূল্য অন্তত ৬০০ বিলিয়ন ইউয়ান। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় - ৯,৭৫,৭৮০ কোটি টাকা!
এই দাবি সত্যি হলে মানতেই হবে, চীনের মাটির গভীরেই রয়েছে বিশ্বের বৃহত্তম স্বর্ণভাণ্ডার। এত দিন আমরা বিশ্বের যে বৃহত্তম স্বর্ণভাণ্ডারের কথা জানতাম, সেটি দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ মাইনে অবস্থিত। সেখানে সঞ্চিত সোনার আনুমানিক পরিমাণ ৯৩০ মেট্রিক টন।
প্রাথমিকভাবে চীনের এই অঞ্চলে ৪০টি এমন টানেলের খোঁজ মিলেছে, যেখানে সোনা সঞ্চিত রয়েছে বলে দাবি করা হচ্ছে। এই টানেলগুলি ভূপৃষ্ঠ থেকে প্রায় ২ কিলোমিটার গভীরে অবস্থিত। বলা হচ্ছে, শুধুমাত্র এই অংশেই প্রায় ৩০০ মেট্রিক সোনা সঞ্চিত হয়ে আছে।
অত্যাধুনিক থ্রিডি মডেলিংয়ের মাধ্যমে জানা গিয়েছে, এই এলাকায় আরও গভীরে আরও বিপুল পরিমাণ সোনা সঞ্চিত হয়ে রয়েছে। খুব সম্ভবত, সেই স্বর্ণভাণ্ডারের অবস্থান রয়েছে ভূপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার গভীরতায়।
তথ্যাভিজ্ঞ মহল বলছে, চীনের এই দাবি সত্যি হলে সেদেশের স্বর্ণ শিল্পের ব্যাপক অগ্রগতি ঘটাবে। পাশাপাশি, চীনের খনি নির্ভর শিল্প এবং সামগ্রিকভাবে গোটা অর্থনীতিই বিরাট গতি পাবে।
হুনান প্রদেশের জিওলজিক্যাল ব্যুরোর এক কর্মকর্তা এই প্রসঙ্গে বলেন, ‘আমরা খুঁড়ে যেসমস্ত পাথরের নমুনা বের করেছি, সেসবের মধ্যে সোনার উপস্থিতি পাওয়া গিয়েছে।’ ওই কর্মকর্তার আরও দাবি, মোটামুটিভাবে ২,০০০ মিটারের মধ্যে যে স্বর্ণ আকর উত্তোলন করা হচ্ছে, তা থেকে সর্বাধিক ১৩৮ গ্রাম সোনা বের করা যেতে পারে।
ওই ব্যুরোর সহকারী প্রধান লিউ ইয়ংজুন জানিয়েছেন, ওয়াংগু গোল্ড ফিল্ডে যে থ্রিডি জিওলজিক্যাল মডেলিং ব্যবহার করা হয়, সেই ব্যবস্থাপনার মাধ্যমেই এই বিপুল স্বর্ণভাণ্ডারের হদিশ পাওয়া গিয়েছে।
এছাড়াও, নজরে আসতে পারে, এমন গভীরতার মধ্যে ড্রিল করে সোনার সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ইয়ংজুন। তার, আশা আগামী দিনের চীনের এই বিপুল স্বর্ণভাণ্ডার দেশের সামগ্রিক অগ্রগতিতে সহযোগী হবে। সূত্র: ইউকে ইন্ডিপেন্ডেন্ট।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম