জর্জিয়াতে ইউরোপীয় ইউনিয়ন সদস্যপদ নিয়ে সরকার বিরোধী প্রতিবাদ চলছে
৩০ নভেম্বর ২০২৪, ১১:৫২ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ১১:৫২ এএম
জর্জিয়াতে চলমান ইউরোপীয় ইউনিয়ন (EU) সদস্যপদ অর্জনের প্রক্রিয়া বন্ধ করার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ চলছে।প্রতিবাদকারীরা শুক্রবার (২৯নভেম্বর) থেকে ফের তিবলিসির রাস্তায় নেমে এসেছেন, এ প্রতিবাদে তারা সরকারের বিরুদ্ধে "দেশদ্রোহী" স্লোগান দিয়েছে।দ্বিতীয় দিনের মতো পুলিশ কাঁদানো গ্যাস এবং জলকামান ব্যবহার করে প্রতিবাদকারীদের ওপর আক্রমণ চালাচ্ছে।
উল্লেখ্য,জর্জিয়ার সরকার গত মাসের সংসদ নির্বাচনকে নতুন করে করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং EU-এর সদস্যপদ প্রক্রিয়া ২০২৮ সালের আগে স্থগিত করেছে। ২০২৩ সালে জর্জিয়া EU-এর সদস্যপদ প্রার্থীর মর্যাদা পেলেও, সরকারের এই সিদ্ধান্তটি তাদের ইউরোপের দিকে পা বাড়ানোর প্রত্যাশাকে নস্যাৎ করেছে বলে অভিযোগ করা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে দাবি করেছেন, EU তাদের ওপর চাপ সৃষ্টি করছে এবং তাদের দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।এর ফলস্বরূপ, হাজার হাজার মানুষ তিবলিসি এবং কুটাইসির প্রধান সড়কে প্রতিবাদ করেছেন, যারা EU সদস্যপদ অর্জনের প্রতি সরকারের প্রতিরোধকে "দেশদ্রোহী" হিসাবে দেখছেন।
প্রধানমন্ত্রী কোবাখিদজে বলছেন, জর্জিয়া EU-র সদস্যপদ চায় কিন্তু তাদের নিজের শর্তে এবং সম্মানসহ। তবে, গত মাসের নির্বাচনে "বড় ধরনের অনিয়ম" এবং ভোটকর্মীদের প্রতি শোষণের অভিযোগ তুলে ইউরোপীয় পার্লামেন্ট ওই নির্বাচনের ফলাফল বাতিল করার আহ্বান জানিয়েছিল। এই নির্বাচনের ফলে প্রায় ১০০ জন জর্জিয়ান কূটনীতিক এবং সরকারি কর্মকর্তারা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি খোলা চিঠি সই করেছেন।
তাছাড়া, দেশটির প্রেসিডেন্ট সালোমে জোরাবিখভিলি একদলীয় সংসদকে "অসংবিধানিক" বলে অভিহিত করেছেন।এতে কিছু সাংবাদিকও সরকারী বাহিনীর হামলার শিকার হয়েছেন, যার মধ্যে সাংবাদিকরা, বিশেষ করে ফর্মুলা টিভি চ্যানেলের সাংবাদিকরা রয়েছেন।
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের জর্জিয়াতে নিযুক্ত রাষ্ট্রদূত পাভেল হার্চিনস্কি সরকারের সিদ্ধান্তকে "দুঃখজনক" এবং "হৃদয়বিদারক" বলেছেন। তিনি জানান, এই সিদ্ধান্ত পূর্ববর্তী সরকারের নীতি এবং জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।
এক সমীক্ষায় দেখা গেছে যে, ৮০% জর্জিয়ান মনে করেন তাদের ভবিষ্যত ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্ত হওয়ার মধ্যে রয়েছে।সরকারের এই অবস্থান, দেশটির দীর্ঘমেয়াদী ইউরোপীয় ইন্টিগ্রেশন লক্ষ্যকে চ্যালেঞ্জ করছে এবং পুরো বিশ্বে এর প্রতিক্রিয়া হতে পারে। তথ্যসূত্র : বিবিসি
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম