আলেপ্পোর অর্ধেক মুক্ত, সরকারি সৈন্যদের বিরুদ্ধে বড় সাফল্য বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম
যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অনেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। শুক্রবার সন্ধ্যায় এসওএইচআর জানিয়েছে বিদ্রোহীরা শহরটির অর্ধেকেরও বেশি অংশের দখল নিয়েছে। গত কয়েক বছরের মধ্যে এটিই সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের বড় পদক্ষেপ।
২০১৬ সালে বিদ্রোহীদের ওই শহর থেকে তাড়িয়ে দিয়েছিলো প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনী। এরপর থেকে এটিই বিদ্রোহীদের বড় লড়াই। সশস্ত্র সংগঠন হায়াত তাহরির আল-শামস (এইচটিএস) এর সাথে যোগসূত্র আছে এমন চ্যানেলে পোস্ট করা ভিডিওতে শহরের ভেতরে গাড়ীতে বিদ্রোহী যোদ্ধাদের দেখা যাচ্ছে। বিবিসি ভেরিফাই ফুটেজে আলেপ্পোর পশ্চিমাংশের শহরতলী বলে ওই এলাকাকে চিহ্নিত করেছে। তবে সরকারি বাহিনী বলছে বুধবার এইচটিএস ও সহযোগীদের হামলার ঘটনার পর তারা আলেপ্পো ও ইদলিবের কয়েকটি শহর পুনর্দখল করে নিয়েছে।
২০১১ সালে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর অভিযানের পর দেশটিতে গৃহযুদ্ধে অন্তত পাঁচ লাখ মানুষের মৃত্যু হয়েছে। যে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী আসাদ সরকারের বিরোধিতা করেছিলো তারা দেশটির বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ নিয়েছিলো। সিরিয়ার সরকার পরে রাশিয়া ও অন্য সহযোগীদের সহায়তায় দেশটির অধিকাংশ এলাকা পুনর্দখল করে নিয়েছে।
তবে ইদলিব এখনো বিরোধীদের শক্ত ঘাঁটি। এর বড় অংশ নিয়ন্ত্রণ করছে এইচটিএস। তবে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের একাংশ ও তুর্কি বাহিনীও সেখানে অবস্থান করছে। শুক্রবার বিদ্রোহীদের সাথে যোগসূত্র আছে এমন চ্যানেলে এক বিবৃতিতে বলা হয়েছে: ‘আমাদের বাহিনী আলেপ্পো শহরে প্রবেশ করতে শুরু করেছে।’
বিবিসি ভেরিফাই করতে পেরেছে এমন ভিডিওতে দেখা যাচ্ছে আলেপ্পো শহরের কেন্দ্র থেকে সাত কিলোমিটারের মধ্যে একটি রাস্তায় সশস্ত্র ব্যক্তিরা দৌড়াচ্ছে। দেশটির সরকার বলছে যে অতিরিক্ত বাহিনী আলেপ্পোতে পৌঁছেছে এবং তারা বিদ্রোহীদের তাড়িয়ে দিচ্ছে। এদিকে আলেপ্পো বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এসওএইচআর সিরিয়ার কিছু নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য সংগ্রহ করে। তাদের খবর অনুযায়ী সিরিয়া ও রাশিয়ার বিমানগুলো শুক্রবার ওই এলাকায় অন্তত তেইশবার বিমান হামলা চালিয়েছে। এসওএইচআর এর মতে লড়াইয়ে অন্তত ২৫৫ জন নিহত হয়েছে। এটি কয়েক বছরের মধ্যে বিদ্রোহী ও সরকার সমর্থিত বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী লড়াই। ইদলিবে লড়াই ২০২০ সাল থেকেই কমে আসছিলো।
বুধবার এইচটিএস ও এর সহযোগীরা ওই অঞ্চলে উত্তেজনার জন্য সরকারি বাহিনী ও তাদের সহযোগী মিলিশিয়াদের দায়ী করে আসছে। তারা আগ্রাসন ঠেকাতে অভিযান চালানোর দাবি করেছে। এর ফলে সিরিয়ান সরকার নতুন করে সংঘাতে জড়িয়ে পড়লো।
এর প্রতিবেশী লেবাননে ইসরায়েলি বাহিনী হেজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে। এই গোষ্ঠীর যোদ্ধারা সিরিয়ার গৃহযুদ্ধেও ভূমিকা রেখেছিলো। ইসরাইলও সিরিয়ার ভেতরে ইরানের সাথে যোগসূত্র আছে এমন জায়গা কিংবা ইরান সমর্থিত গোষ্ঠীকে টার্গেট করে হামলা চালিয়েছে। সূত্র: বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ভূমিকম্পের শঙ্কা : প্রস্তুতি নিতে হবে মোকাবিলার
ধর্মীয় সম্প্রীতির এদেশ : যার মূলে আছে ইসলামের আদর্শ
গণস্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
২ হাজার কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা