ভারত যাচ্ছে না পর্যটকরা, ব্যবসায় স্থবিরতা
০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ এএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ এএম
বাংলাদেশে পট-পরিবর্তনের ফলে ভারতে পর্যটক সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। আর এর ফলে ভারতে এর নেতিবাচক প্রভাব সব ধরনের ব্যবসাতেই পড়ছে। পোশাক থেকে ইলেক্ট্রনিক সামগ্রী- সব ব্যবসাতেই পর্যটক কমে যাওয়ার প্রভাব রয়েছে। সৃষ্টি হয়েছে মন্দা।
বুধবার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ভারতে আসা পর্যটকের সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছিল করোনা। এখন বাংলাদেশের আভ্যন্তরীণ অস্থিরতার কারণেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। ভ্রমণ, চিকিৎসা বা ব্যবসার কাজে যারা নিয়মিত ভারতে আসেন, তারা সীমান্ত পারাপার কমিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় অভিবাসন দফতরের হিসাব অনুযায়ী ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে অনেকটাই কমবে ভারতে আগত বাংলাদেশী পর্যটকের সংখ্যা।
পত্রিকাটি জানায়, গত ১০ বছরের হিসাব বলছে, ভারতে আসা পর্যটকদের সংখ্যায় আমেরিকার পরই বাংলাদেশ। গত পাঁচ বছরের হিসাব অবশ্য গোলমেলে। ২০১৯ সালে ভারতে আসেন ২৫,৭৭,৭২৭ জন বাংলাদেশী। পরের তিন বছর করোনার ধাক্কায় ওই সংখ্যা অনেকটা কমে যায়। ২০২০ সালে সাড়ে পাঁচ লাখের কম পর্যটক এসেছিলেন ভারতে। ২০২১ সালে আড়াই লাখেরও কম। ২০২৩ সালে পর্যটকের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছিল ১২,৭৭,৫৫৭ জন। আবার ২০২৩ সালে পর্যটক সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়ে ২১ লাখের বেশি হয়। কিন্তু চলতি বছরে অগস্ট মাস পর্যন্ত বাংলাদেশী পর্যটকের সংখ্যা ১৩ লাখেও পৌঁছয়নি।
আনন্দবাজার জানায়, শেষ চার মাসের হিসাব এখন পর্যন্ত না মিললেও পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে কমে গেছে আগস্ট মাস থেকেই। সাধারণভাবে প্রতি মাসে দেড় লাখ থেকে দু’লাখ বাংলাদেশী পর্যটক ভারতে আসেন। গত জুন মাসে সেটা দু’লাখ টপকে গিয়েছিল। কিন্তু জুলাই থেকেই বাংলাদেশে অস্থিরতার জন্য তা কমতে শুরু করে। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার মাস আগস্টে সংখ্যাটা এক লাখেও পৌঁছয়নি। ওই মাসে ভারতে এসেছিলেন ৯৯,১৭৩ জন। পরের মাসগুলোতে চূড়ান্ত হিসাব না পাওয়া গেলেও অভিবাসন দফতরের এক কর্তার কথায়, ‘চলতি বছরে অগস্ট পর্যন্ত মোট ১২,৮৫,৭৮৩ জন বাংলাদেশী ভারতে এসেছেন। তার পর থেকে এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে বছর শেষে সংখ্যা ১৫ লাখে গিয়ে থেমে যাবে বলেই মনে হচ্ছে।’
ভারতীয় পার্লামেন্টের চলতি অধিবেশনেও বাংলাদেশি পর্যটক কমে যাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। এ নিয়ে সংসদে তথ্য পেশ করলেও কোন রাজ্যে কত পর্যটক এসেছেন, সে হিসাব তার মন্ত্রণালয় আলাদা করে রাখে না বলেই জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। মন্ত্রী বিস্তারিত না-জানালেও বাংলাদেশী পর্যটকদের একটা বড় অংশই পশ্চিমবঙ্গ হয়ে ভারতে প্রবেশ করেন। এমনকি চিকিৎসা, ব্যবসা এবং ভ্রমণের জন্য তাদের বড় অংশ কলকাতাতেই থাকেন। সেই সংখ্যাও খুবই কমেছে বলে জানাচ্ছেন পর্যটকদের উপরে নির্ভরশীল ব্যবসায়ীরা।
আনন্দবাজার জানায়, কলকাতায় এসে বাংলাদেশীরা মূলত থাকেন মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকায়। এখানকার সদর স্ট্রিট, কিড স্ট্রিট, মার্কুইজ় স্ট্রিটে প্রায় সারা বছরই গিজ গিজ করেন বাংলাদেশীরা। এই এলাকার হোটেল, রেস্তোরাঁ থেকে মুদ্রা বিনিময়কারী ব্যবসায়ীরা পর্যটকদের উপরেই বেশি নির্ভর করেন। সকলেই যে সমস্যায় তা জানিয়েছেন নিউ মার্কেটের শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক গুপ্ত। তিনি বলেন, ‘গত কয়েক মাস ধরে পর্যটক নেই বললেই চলে। তার প্রভাব সব ধরনের ব্যবসাতেই পড়ছে। পোশাক থেকে বৈদ্যুতিন সরঞ্জাম- সব ব্যবসাতেই পর্যটক কমে যাওয়ার প্রভাব রয়েছে।’
এতে আরো বলা হয়, গত জুলাই থেকে কলকাতার চিকিৎসা-পর্যটনও ধাক্কা খেয়েছে। বেসরকারি হাসপাতালগুলির দাবি, বাংলাদেশী রোগীর সংখ্যা অন্যান্য সময়ের তুলনায় এক-তৃতীয়াংশ হয়ে গেছে। সেটা ক্রমশ আরো কমছে। তবে এর একটা বড় কারণ ভিসা পাওয়ার সমস্যাও। জরুরি চিকিৎসার ক্ষেত্রে ‘ছাড়’ দেয়া হলেও তুলনায় রোগী কম। দক্ষিণ-পূর্ব কলকাতার মুকুন্দপুর এলাকায় অনেক বাড়িতেই চিকিৎসা করাতে আসা বাংলাদেশী রোগীর পরিবার থাকে। কিন্তু সেই ব্যবসায় এখন মন্দা। ওই ব্যবসার সাথে জড়িত অমিতাভ করের কথায়, ‘রোগী নেই! ফলে রোগীর পরিবারও নেই। শুধু বাড়িভাড়াই নয়, এই এলাকার অন্য ব্যবসায়ীরাও সমস্যায়। এখানে বেশি কেনাকাটা মূলত বাংলাদেশের পর্যটকেরাই করেন।’
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী
মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক
লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর