পাঠকের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে ফেসবুক
২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিনি জাতির কণ্ঠস্বর হিসেবে পরিচিত সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন দর্শক, শ্রোতা ও পাঠকদের কাছে পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে। এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এক প্রতিবেদনে এমন অভিযোগ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ফিলিস্তিনভিত্তিক ২০টি গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমের ফেসবুক পেজে দর্শক, শ্রোতা ও পাঠকদের সম্পৃক্ততা যাচাই করেছে বিবিসি নিউজ অ্যারাবিক। গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর আগে-পরের সম্পৃক্ততা যাচাই ও তুলনা করে ওই প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডলভিত্তিক সংবাদমাধ্যমটি। এ ছাড়া কিছু ফাঁস হওয়া নথি বিবিসির হাতে এসেছে। সেখানে দেখা গেছে, মেটার মালিকানাধীন আরেকটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ফিলিস্তিন-সংক্রান্ত মন্তব্যগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। ফেসবুকের তথ্য-উপাত্তগুলো ব্যাপকভাবে বিশ্লেষণ করে বিবিসি জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের বার্তাকক্ষগুলোর সঙ্গে দর্শক, শ্রোতা ও পাঠকদের মিথস্ক্রিয়া কমে গেছে। তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট কণ্ঠস্বর দমনের অভিযোগ ‘দ্ব্যর্থহীনভাবে মিথ্যা’। এর আগে ইসরাইলের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর হাতে গোনা কয়েকজন বহিরাগত সাংবাদিককে গাজা উপত্যকায় ঢুকতে দেওয়া হয়েছিল। ইসরাইলি সেনাবাহিনীর পাহারায় তারা ঢুকতে পেরেছেন। যারা গাজার অধিবাসীদের অবস্থা জানতে চান, তাদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম খুব গুরুত্বপূর্ণ। তাদের কাছে প্যালেস্টাইন টিভি, ওয়াফা নিউজ এজেন্সি ও আল-ওয়াতান নিউজের মতো সংবাদমাধ্যমগুলোর ফেসবুক পেজ গুরুত্বপূর্ণ সংবাদসূত্র হয়ে উঠেছে। এসব সংবাদমাধ্যম পশ্চিম তীরের বাইরে থেকে পরিচালিত হয়। তবে ফিলিস্তিনি সাংবাদিকেরা অভিযোগ করে আসছেন, তাদের অনলাইন কনটেন্টগুলোর (আধেয়) ওপর ‘ছায়া নিষেধাজ্ঞা’ দিয়ে রেখেছে মেটা। আরও পরিষ্কার করে বললে, ফেসবুকে কতজন মানুষ কনটেন্টগুলো দেখতে পাবেন, তা নির্ধারণ করে দিচ্ছে মেটা। তাদের এই অভিযোগ যাচাই করতে ফেসবুকে ২০টি ইসরাইলি সংবাদ সংস্থার পেজে একই ধরনের ডেটা বিশ্লেষণ করেছে বিবিসি। এসব সংবাদমাধ্যমের মধ্যে আছে ইয়েদিওত আহরোনোত, ইসরাইল হেয়োম ও চ্যানেল থার্টিন। এতে দেখা গেছে, এগুলোর পেজে বিপুলসংখ্যক যুদ্ধ সংক্রান্ত কনটেন্ট প্রকাশ করার পরও তাদের দর্শক, শ্রোতা ও পাঠকের সংখ্যা প্রায় ৩৭ শতাংশ বেড়েছে। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ যা পারে আর কেউ সেটা পারে না: খুলনায় সারজিস
সবুজ গালিচায় হলুদে মখমলের নকশা
বাংলাদেশের চারটি বাজেটের সমপরিমাণ টাকা হাসিনা ও তার দোসররা লুট করেছে– হামিদুর রহমান আযাদ
লক্ষ্মীপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা
ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলা গানের চমৎকার সাফল্য, উঠে এসেছে শীর্ষস্থানে
৮ম বারের মত সিআইপি ঘোষিত হলেন কমলনগরের আবদুল করিম
কিয়েভে বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ,ইউক্রেন বলছে রাজধানী লক্ষ্য করে আক্রমণ
‘তোমরা বুঝবা না’
এস আলমপুত্র ও সাধন চন্দ্রের বিরুদ্ধে দুদকের মামলা
সিরিয়ার আসাদকে ক্ষমতাচ্যুত করা রাশিয়ার পরাজয় নয়, বললেন পুতিন
ভিক্ষা ছেড়ে ফুল ঝাড়ু তৈরি করে স্বাবলম্বী হচ্ছে প্রতিবন্ধীরা
ঢাকার যানজট নিয়ে ক্ষুব্ধ উপদেষ্টা, এক মাসের আল্টিমেটাম বিআরটিএকে
লন্ডনের মঞ্চে পল এবং রিংগোর স্মরণীয় পরিবেশনা
ফিলিস্তিন নিয়ে জোরালো বক্তব্য, প্রধান উপদেষ্টাকে পিএলও মহাসচিবের ধন্যবাদ
ইজতেমা ময়দানে হত্যা মামলায় সাদ অনুসারীর ২৯ জনের নাম-পরিচয় প্রকাশ
নাইজেরিয়ায় ‘ক্রিসমাস ফান ফেয়ারে’ ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু
উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
রাশিয়ায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উত্তর কোরিয়ান সৈন্যদের অবস্থা
জানুয়ানিতে প্রথমবারের মতো আসছে পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’