ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে একাধিক চমক
২০ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম
আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের ভিতরে বসতে চলেছে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের আসর। আসলে অতিরিক্ত ঠান্ডার কারণে এ বছর ক্যাপিটল ভবনের বাইরের উদ্যানে অনুষ্ঠানের আয়োজন করা যায়নি। তাই ক্যাপিটল ভবনের ভিতরে শপথ গ্রহণ অনুষ্ঠানের ঘোষণা করেছেন ট্রাম্প।
রোববার সকালেই পরিবারের সঙ্গে ওয়াশিংটনে পৌঁছে গিয়েছেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের আসার পর আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। অপ্রীতিকর ঘটনা এড়াতে চারিদিকে নজর রাখছে নিরাপত্তা বাহিনী। সোমবার তার শপথগ্রহণের পরে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে। সঙ্গে আয়োজিত হবে একাধিক ইভেন্টের। যেখানে টিকিটের সর্বোচ্চ দাম রাখা হয়েছে ১০ লাখ ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা)।
এদিন ট্রাম্পের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জেডি ভান্স। তবে তাদের সঙ্গেই নৈশভোজ করা যাবে। আর নৈশভোজে থাকার জন্যে পাঁচ ধরনের টিকিটের বন্দোবস্ত করা হয়েছে। সর্বোচ্চ টিকিটের দাম ১২.১৪ কোটি টাকা, এছাড়াও রয়েছে, ৫ লাখ, আড়াই লাখ, ১ লাখ, ৫০ হাজার ডলার (বাংলাদেশী মুদ্রায় ৫.৯৬ কোটি টাকা, ২.৯৮ কোটি টাকা, ১.১৯ কোটি টাকা এবং ৬০ লাখ টাকা) মূল্যের টিকিটও।
তবে নৈশভোজের টিকিটের এত মূল্য হওয়ার কারণ অর্থ সংগ্রহ। সংগৃহীত অর্থ নির্দিষ্ট তহবিলে জমা হবে। আর প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজ করতে হলে অন্তত দু’টি টিকিট কিনতে হবে। ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছেন অনেকেই। এদিকে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে। বইতে পারে শৈত্যপ্রবাহ। তাই যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির না সৃষ্টি হয়, তাই ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের ভিতরে আয়োজন করা হয়েছে। আর ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার জন্যে ইতিমধ্যেই ২ লাখ ২০ হাজার টিকিট বিক্রি হয়েছে। কিন্তু ৭০০-র বেশি মানুষ অনুষ্ঠান কক্ষে ঢুকতে পারবেন না। তাই প্রথম ৭০০ জন অনুষ্ঠানে যোগ দেবেন আর বাকিরা বাইরের স্ক্রিনে অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন। শপথগ্রহণ শেষে তাদেরও দেখা দেবেন ট্রাম্প।
জানা গিয়েছে, ট্রাম্পের শপথ গ্রহন অনুষ্ঠানের পরে সোমবার সন্ধ্যায় তিনটি অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকবেন বিলিয়নেয়ার ইলন মাস্ক, জেফ বেজোস এবং মার্ক জুকারবার্গ। এছাড়াও টিকটকের প্রধান শউ চিউ-এরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের তাদের খুব ভাল সম্পর্ক রয়েছে। এছাড়া বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কিন্তু ২০২০ সালে ট্রাম্পকে পরাজিত করে বাইডেনের শপথ গ্রহণে ট্রাম্প উপস্থিত ছিলেন না।
এছাড়াও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং তাদের স্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও ট্রাম্প যাকে পরাজিত করেছিলেন অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও ট্রাম্প মুষ্টিমেয় কিছু বিদেশী রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ পাঠিয়েছেন। যাদের মধ্যে আছেন ডানপন্থী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, হাঙ্গেরির ভিক্টর অরবান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং চীনের শি জিনপিংও।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী