কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ১৩ শান্তিরক্ষী নিহত
২৬ জানুয়ারি ২০২৫, ০৯:০৯ এএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:১২ এএম
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে তীব্র লড়াই চলছে। এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর সাথে সংঘর্ষে আন্তর্জাতিক শান্তিরক্ষী (জাতিসংঘের) বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছেন। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে, এবং সংঘাত পুরো অঞ্চলে মানবিক সংকটকে আরও তীব্র আকার ধারণ করছে।
শনিবার এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর সাথে সংঘর্ষে ১৩ জন শান্তিরক্ষী নিহত হন। এদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ৯ জন, মালাওয়ির ৩ জন এবং উরুগুয়ের ১ জন সেনা রয়েছেন। সংঘর্ষটি ঘটে পূর্ব কঙ্গোর গুরুত্বপূর্ণ শহর গোমা রক্ষার প্রচেষ্টায়। এম২৩ বিদ্রোহীরা পূর্ব কঙ্গোর খনিজসমৃদ্ধ অঞ্চল দখলের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছে। বিদ্রোহীরা কঙ্গোর সেনাবাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানালেও পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে।
কঙ্গোর সেনাবাহিনী এবং এম২৩ বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ নতুন মাত্রায় পৌঁছেছে। গোমার মিলিটারি গভর্নরের মৃত্যুর পর থেকে লড়াই আরও তীব্র হয়েছে। এম২৩ ইতোমধ্যে মিনোভা এবং মাসিসি শহর দখল করেছে। সংঘর্ষে এ বছর ৪ লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছে, এবং ২০০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ শনিবার কঙ্গো এবং রুয়ান্ডার নেতাদের সাথে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন, অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট এবং আফ্রিকান ইউনিয়ন বিদ্রোহীদের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং সংঘাত বন্ধে তৎপর হতে বলেছেন।
বিবিসি জানিয়েছে লড়াই তীব্র হওয়ায় জাতিসংঘ গোমা থেকে সমস্ত অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিয়েছে এবং সংঘাতের কারণে পুরো অঞ্চল মানবিক বিপর্যয়ের সম্মুখীন। এই শহরে ১০ লাখের বেশি মানুষ বাস করে। বিদ্রোহী গোষ্ঠীটি ২০১২ সালে গঠিত হয় এবং পূর্ব কঙ্গোর তুতসি জনগোষ্ঠীর সুরক্ষার দাবি জানায়। তবে রুয়ান্ডাকে এম২৩ বিদ্রোহীদের সমর্থনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
যদিও ডিআর কঙ্গো প্রতিবেশী রুয়ান্ডার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, বিদ্রোহের পেছনে সমর্থন দিচ্ছে বলে দেশটিকে অভিযুক্ত করেছে। এমন অবস্থায় ম্যাক্রোঁ শনিবার ডিআর কঙ্গো এবং রুয়ান্ডার নেতাদের সাথে পৃথক ফোনকলে কথা বলার সময় লড়াই বন্ধ করার আহ্বান জানিয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে।
এদিকে কঙ্গোর সীমান্তে জড়ো হচ্ছে রুয়ান্ডার সেনারা। তারা যে কোনও সময় কঙ্গোতে হামলা চালাতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার জানিয়েছে, কঙ্গোর আঞ্চলিক রাজধানী গোমা দখলে সেখানকার সশস্ত্র গোষ্ঠী এম২৩-কে সহায়তা করবে রুয়ান্ডার সেনারা। ইতোমধ্যে গোপনে কঙ্গোতে রুয়ান্ডার শত শত সেনা প্রবেশ করেছে।
এমন অবস্থায় সোমবার কঙ্গোর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হবে। এর আগেই আঞ্চলিক রাজধানী গোমা দখলের পরিকল্পনা করছে রুয়ান্ডার সেনা ও সশস্ত্র বিদ্রোহীরা।
মূলত ২০১২ সালেও গোমা শহর দখল করেছিল বিদ্রোহীরা। ওই সময় ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে পড়ে রুয়ান্ডা। তখন দ্রুত সময়ের মধ্যে বিদ্রোহীরা গোমা থেকে সরে গিয়েছিল। গোয়েন্দা সূত্র জানিয়েছে, এবার আন্তর্জাতিক সম্প্রদায় বড় ধরনের কোনও পদক্ষেপ নেওয়ার আগেই ১০ লাখেরও বেশি মানুষের শহর গোমা দখল করতে চায় রুয়ান্ডা ও বিদ্রোহীরা।
ডি.আর. কঙ্গোর সংঘাত দীর্ঘদিন ধরে অঞ্চলটির নিরাপত্তা এবং মানবিক পরিস্থিতি বিপর্যস্ত করেছে। শান্তিরক্ষা প্রচেষ্টা চললেও সংঘাত থামার কোনো লক্ষণ নেই। গোমাসহ পুরো অঞ্চল শান্তি এবং স্থিতিশীলতার জন্য অপেক্ষা করছে। তথ্যসূত্র : বিবিসি, দ্য গার্ডিয়ান
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা সেই এসআই গ্রেফতার
গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৭ হাজার ৩০০
মঞ্চে আসছে সুফিবাদী নাটক 'পাখিদের বিধানসভা; কেমন চলছে পাখিদের শেষ সময়ের প্রস্তুতি?
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসালো বার্সা
বিবর্ণতা কাটিয়ে ইউনাইটেডের স্বস্তির জয়
সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেফতার
রোনালদোর গোলে আল নাসেরের সহজ জয়
মৌলভীবাজার সীমান্তে বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা
আজ চরমোনাই পীরের সঙ্গে বৈঠক করবেন মির্জা ফখরুল
৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা ডেকেছে ঢাবি উপাচার্য
সাকিবকে ছাড়িয়ে তাসকিনের নতুন রেকর্ড
সোমবার ঢাবির পরীক্ষা-ক্লাস স্থগিত
প্রভাবমুক্ত নবায়নযোগ্য জ্বালানিনির্ভর নতুন জ্বালানি মহাপরিকল্পনা প্রণয়নের দাবি : টিআইবি’র
হেপাটোলজি সোসাইটির নতুন সভাপতি প্রফেসর শাহিনুল আলম, মহাসচিব মো. গোলাম আযম
এনসিটিবি চেয়ারম্যান ওএসডি
জামিন পেলেন সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম
নির্বাচন বিলম্ব করার কোনো সুযোগ নেই : আমীর খসরু
দুই অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত
মানসম্মত ও জীবনমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে -বাউবি ভিসি
চিত্রনায়িকা নিঝুমকে অপহরণ চেষ্টা