যুক্তরাষ্ট্রের ৪৫টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বর্ণবাদী বৈষম্যের অভিযোগ
১৫ মার্চ ২০২৫, ০৯:৫৯ এএম | আপডেট: ১৫ মার্চ ২০২৫, ০৯:৫৯ এএম

যুক্তরাষ্ট্রের ৪৫টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বর্ণবাদ ও শ্বেতাঙ্গ শিক্ষার্থীদের প্রতি বৈষম্যের অভিযোগ উঠেছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে। অভিযোগ অনুযায়ী, এসব বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে বিশেষ কর্মসূচি নিয়েছে, যা স্থানীয় মার্কিন শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক হতে পারে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন।
২০২৪ সালের মার্চ মাসে মার্কিন শিক্ষা মন্ত্রণালয়ের নাগরিক অধিকার বিভাগ এই তদন্ত শুরু করে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চালানো হচ্ছে। অভিযোগে বলা হয়েছে, বিদেশি শিক্ষার্থীদের প্রতি বিশেষ সুবিধা দেওয়ার মাধ্যমে স্থানীয় শ্বেতাঙ্গ শিক্ষার্থীদের চাপে রাখা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, তারা বিশ্ববিদ্যালয়গুলোকে বর্ণবাদ ও বৈষম্যমুক্ত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই তদন্ত তারই অংশ।
যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আইন ১৯৬৪ সালে প্রণীত হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল গায়ের রঙের কারণে কোনো অশ্বেতাঙ্গ নাগরিক যেন বৈষম্যের শিকার না হন। তবে এবার এই একই আইন প্রয়োগ করা হচ্ছে শ্বেতাঙ্গ শিক্ষার্থীদের পক্ষে। এখন পর্যন্ত কোনো মার্কিন শিক্ষার্থী প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র বরাবরই বৈচিত্র্যকে সম্মান জানিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ সহায়তা কর্মসূচি গ্রহণ করে আসছে। কিন্তু বর্তমান ট্রাম্প প্রশাসন এসব নীতি অনুসরণে আগ্রহী নয়। তারা মনে করছে, বিশ্ববিদ্যালয়গুলোর নতুন উদ্যোগ মার্কিন শিক্ষার্থীদের প্রতি অবিচার করছে।
এই তদন্তের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, তা নিয়েও বিতর্ক চলছে। কিছুদিন আগে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশের কারণে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ৪০ কোটি ডলারের তহবিল বাতিল করেছিল ট্রাম্প প্রশাসন। সমালোচকরা বলছেন, নতুন তদন্তটি মূলত শ্বেতাঙ্গ শিক্ষার্থীদের অধিকার রক্ষার নামে বৈচিত্র্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে এক ধরনের পদক্ষেপ।
এই পরিস্থিতিতে তদন্তের ফল কী হয়, তা নিয়ে সবাই নজর রাখছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বৈচিত্র্য ও সাম্যের নীতি বজায় রাখবে নাকি নতুন নিয়মের মুখোমুখি হবে, তা নির্ধারণ করবে আসন্ন সিদ্ধান্ত। তথ্যসূত্র : রয়টার্স
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

গাজার শিফা হাসপাতাল প্রাঙ্গণ থেকে ৬১ ফিলিস্তিনির লাশ উদ্ধার

৩৯ দিন ধরে বিএনপি নেতা পান্নুর নিখোঁজে মির্জা ফখরুলের উদ্বেগ প্রকাশ

বাংলাদেশ সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কী বার্তা দিলেন?

রোহিঙ্গাদের ফেরাতে আরাকান আর্মির সঙ্গে সংলাপে বসার পরামর্শ জাতিসংঘ মহাসচিবের

‘যেখানে হাত দেই কেবল মুজিব, হাসিনা আর নৌকার ছড়াছড়ি’

‘ফ্যাসিস্টের সমর্থকে ভর্তি বাংলাদেশের দূতাবাসগুলো’

দেশের ৭৪ উপজেলাকে দুর্গম ঘোষণা ইসির

জামায়াত সেই শিশুর পরিবারের দায়িত্ব নিলো

চার রাষ্ট্রপ্রধানের বন্ধুত্বপূর্ণ আলোচনা, দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি

উপদেষ্টা মাহফুজের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কাম্য নয় : হেফাজতে ইসলাম

ছাগলনাইয়ায় এক পল্লী চিকিৎসকে পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের

অসুস্থতার মাঝেও দায়িত্বে অবিচল পোপ ফ্রান্সিস

ছাত্রদের ডাকে সার্বিয়ায় রাজধানীতে লাখো জনতা

প্রতারণার অভিযোগ আদালতে শাহরুখ-অজয়-টাইগার, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

চাপাতি হাতে ভাইরাল আদাবরের সেই কিশোরসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার

কেলোগকে ইউক্রেনের বিশেষ দূত হিসাবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প

আজ বিশ্বে দূষিত শহরের তালিকায় বাংলাদেশ ১৫তম

গুতেরেসের সঙ্গে কেন বৈঠক, আমি ঠিক বুঝিনি : মির্জা ফখরুল

চীনে প্রশিক্ষণ মহড়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত