ইউক্রেনীয় সেনারা ঘেরাও হয়নি, পাল্টা দাবি জেলেনস্কির
১৬ মার্চ ২০২৫, ১১:২২ এএম | আপডেট: ১৬ মার্চ ২০২৫, ১১:২৬ এএম

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনারা আটকা পড়েছে বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্র। তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় সেনারা এখনও লড়াই চালিয়ে যাচ্ছে এবং কোনোভাবেই ঘেরাও হয়ে পড়েনি।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, রাশিয়া কুরস্ক অঞ্চলে অবস্থানরত হাজার হাজার ইউক্রেনীয় সেনাকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে। এই বক্তব্যের পর থেকেই আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার (১৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী রুশ ও উত্তর কোরীয় সেনাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে ইউক্রেনের সুমি অঞ্চলে সম্ভাব্য নতুন আক্রমণের মুখোমুখি হতে পারে কিয়েভের সেনারা।
গত বছরের আগস্টে ইউক্রেনীয় সেনারা কুরস্ক অঞ্চলে প্রবেশ করেছিল এবং সেখানে অবস্থান নেয়। সামরিক বিশ্লেষকদের মতে, রাশিয়া এখন তাদের বিতাড়িত করার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এই অবস্থায় ট্রাম্প আবারও সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়া ইতোমধ্যেই ইউক্রেনীয় বাহিনীকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে। তবে জেলেনস্কি একে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, ইউক্রেনের সেনারা এখনো প্রতিরোধ গড়ে তুলছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, সুদজা শহর ও আশপাশের আরও দুটি গ্রাম রুশ বাহিনী পুনরুদ্ধার করেছে। শহরটি গত বৃহস্পতিবার রাশিয়া পুনর্দখল করে এবং ওই এলাকার ৩০০-এর বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, পুনরুদ্ধার করা এলাকাগুলোর বাসিন্দারা আবারও সেখানে ফিরতে পারবেন কি না, তা নিয়ে আলোচনা চলছে।
এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ইউক্রেনীয় বাহিনী কুরস্কে ঘিরে পড়েনি, তবে রুশ বাহিনী কাছাকাছি এলাকায় নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, "আমরা নিশ্চিত যে রাশিয়া আমাদের সুমি অঞ্চলে আক্রমণের পরিকল্পনা করছে। আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব এবং আমাদের মিত্রদেরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।"
এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি ইউক্রেনের সাথে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে নীতিগতভাবে সম্মত, তবে বেশ কিছু শর্ত পূরণ না হলে যুদ্ধ চালিয়ে যাবেন। অন্যদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে আরও বেশি সমর্থন দিতে প্রস্তুতি নিচ্ছে এবং প্রতিরক্ষা পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
জেলেনস্কি আরও জানান, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে নতুন প্রযুক্তি প্রয়োগ করছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেন তাদের দেশীয়ভাবে উৎপাদিত "লং নেপচুন" ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার পাল্লা ১০০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কিয়েভ এখন অভ্যন্তরীণ প্রতিরক্ষা শিল্প শক্তিশালী করতে চাইছে, যাতে পশ্চিমা মিত্রদের ওপর নির্ভরশীলতা কমানো যায়।
সাম্প্রতিক এই পরিস্থিতি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া কূটনৈতিক সমাধান এড়িয়ে যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়। যুদ্ধের অবসান এখনো দূরের বিষয়, এবং উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্তিশালী করতে সামরিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তথ্যসূত্র : রয়টার্স
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

লিভারপুলকে হারিয়ে ৭০ বছর পর শিরোপার স্বাদ নিউক্যাসলের

জয়ে ফিরে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাল আর্সেনাল

পি কে হালদারের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

রমজানে পুরান ঢাকায় ইফতারির পাশাপাশি ভিড় থাকে স্থাপত্য দর্শনেও

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পরিচয়ে কোটি টাকা ছিনতাই

ধর্ষণ ও নির্যাতন রোধে দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন: টিআইবি

এসএসসি-দাখিল পরীক্ষায় বসছে ১৯ লাখ শিক্ষার্থী

স্ত্রী-সন্তানসহ পাপন ও হানিফের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন উজমা চৌধুরী

হাসিনার আস্থাভাজন সচিব ও আমলাদের অপসারণ দাবিতে বিক্ষোভ

জুলাই বিপ্লবে শহীদ এবং আহত ৮৫০ পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন

জুলাই পরবর্তী বাংলাদেশের শঙ্কা উত্তরণে ফ্যাসিস্টদের অপতৎপরতা রুখতে হবে

কৃষি বিপ্লব ঘটিয়ে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বিএনপি -কৃষকদলের আলোচনা সভায় বক্তারা

বেপরোয়া গাড়ি চাপায় নারীর মৃত্যু

অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে প্রিন্স

কলাপাড়ায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

রাজবাড়ীতে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ

মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক জুনায়েদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

দখলে-দূষণে অস্তিত্ব সঙ্কটে কুমার নদ