মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ১২, আতঙ্কে স্থানীয়রা
১৬ মার্চ ২০২৫, ১২:০০ পিএম | আপডেট: ১৬ মার্চ ২০২৫, ১২:০৭ পিএম

মিয়ানমারে জান্তা সরকারের দখলদারিত্ব ও সহিংসতার মাত্রা দিন দিন বাড়ছে। এবার দেশটির মান্দালয়ের কাছে লেতপানহ্লা গ্রামে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী, যেখানে অন্তত ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের দাবি, বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে, যা সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলেছে। বিবিসি-এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
শুক্রবার বিকেলে, মান্দালয় শহর থেকে ৬০ কিলোমিটার উত্তরে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)-এর নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালায় জান্তা বাহিনী। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর এই গ্রামটি জান্তা-বিরোধী গেরিলা বাহিনীর দখলে ছিল। বিশ্লেষকদের মতে, জান্তা সরকার দিন দিন বেসামরিক জনগণের ওপর বিমান হামলা বাড়িয়ে দিচ্ছে, যা দেশটিতে ক্রমবর্ধমান মানবিক সংকট তৈরি করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জানান, হামলার সময় লোকজন বাজারে যাচ্ছিল। আকস্মিক বিমান হামলায় বহু মানুষ হতাহত হন। তিনি বলেন, "আমরা নিহতদের তালিকা প্রস্তুত করছি, এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।" তবে পিডিএফ ইউনিটের দাবি, এই হামলায় নিহতের সংখ্যা ২৭ জন।
প্রত্যক্ষদর্শী ৬২ বছর বয়সী মিন্ট সোয়ে বলেন, "আমি যখন লুকিয়ে ছিলাম, তখনই প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পাই। বাইরে এসে দেখি, পুরো বাজার এলাকা আগুনে পুড়ছে।" হামলার পর গ্রামজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জান্তার এই হামলার ফলে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং খাদ্য ও চিকিৎসার সংকট তৈরি হয়েছে।
জান্তা বাহিনীর এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি থাকলেও, এই হামলার নৃশংসতা ও বর্বরতা নিয়ে কোনো সন্দেহ নেই। গণতন্ত্রপন্থীদের ওপর দমন-পীড়ন চালিয়ে জান্তা সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছে, যা মিয়ানমারের সংকট আরও গভীর করছে।
এই ঘটনার ফলে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, জান্তা সরকার যতদিন দমন-পীড়ন চালাবে, ততদিন মিয়ানমারে শান্তি ফিরবে না। দেশটির রাজনৈতিক সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন। তথ্যসূত্র : বিবিসি
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

লিভারপুলকে হারিয়ে ৭০ বছর পর শিরোপার স্বাদ নিউক্যাসলের

জয়ে ফিরে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাল আর্সেনাল

পি কে হালদারের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

রমজানে পুরান ঢাকায় ইফতারির পাশাপাশি ভিড় থাকে স্থাপত্য দর্শনেও

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পরিচয়ে কোটি টাকা ছিনতাই

ধর্ষণ ও নির্যাতন রোধে দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন: টিআইবি

এসএসসি-দাখিল পরীক্ষায় বসছে ১৯ লাখ শিক্ষার্থী

স্ত্রী-সন্তানসহ পাপন ও হানিফের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন উজমা চৌধুরী

হাসিনার আস্থাভাজন সচিব ও আমলাদের অপসারণ দাবিতে বিক্ষোভ

জুলাই বিপ্লবে শহীদ এবং আহত ৮৫০ পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন

জুলাই পরবর্তী বাংলাদেশের শঙ্কা উত্তরণে ফ্যাসিস্টদের অপতৎপরতা রুখতে হবে

কৃষি বিপ্লব ঘটিয়ে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বিএনপি -কৃষকদলের আলোচনা সভায় বক্তারা

বেপরোয়া গাড়ি চাপায় নারীর মৃত্যু

অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে প্রিন্স

কলাপাড়ায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

রাজবাড়ীতে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ

মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক জুনায়েদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

দখলে-দূষণে অস্তিত্ব সঙ্কটে কুমার নদ