মায়ের নামের দাতব্য সংস্থা থেকে পদত্যাগ করলেন প্রিন্স হ্যারি
২৬ মার্চ ২০২৫, ০২:৪০ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০২:৪০ পিএম

সেন্টেবলে দাতব্য সংস্থা থেকে পদত্যাগ করেছেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি। জানা যায়, বোর্ডের চেয়ারম্যান এবং ট্রাস্টিদের মধ্যে দ্বন্দ্বের জেরে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। ২০০৬ সালে প্রিন্স হ্যারি তার মা, প্রিন্সেস ডায়ানার স্মরণে প্রিন্স সিসো অফ লেসোথোর সঙ্গে মিলে দাতব্য সংস্থা সেন্টেবালে প্রতিষ্ঠা করেন। তার এই সংস্থাটি মূলত দক্ষিণ আফ্রিকার এইচআইভি ও এইডসে আক্রান্ত মানুষদের সহায়তা করে।
এদিকে বোর্ডের চেয়ারম্যান ড. সোফি চন্দাউকাকে পদত্যাগ করতে বলার পর তার সঙ্গে ট্রাস্টিদের সম্পর্ক চূড়ান্তভাবে ভেঙে যায়। প্রিন্স হ্যারি ও প্রিন্স সিসো উভয়েই ট্রাস্টিদের সঙ্গে একাত্মতা পোষণ করে পদত্যাগ করেছেন।
এদিকে ড. চন্দাউকা জানিয়েছেন, তিনি ট্রাস্টিদের বিরুদ্ধে ইউকে চ্যারিটি কমিশনে অভিযোগ করেছেন এবং "ক্ষমতার অপব্যবহার" ও "হয়রানির" বিরুদ্ধে নিজের অবস্থান ব্যক্ত করেছেন। তবে চ্যারিটি কমিশন জানিয়েছে, তারা সেন্টেবালে’র শাসনব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন এবং বিষয়টি পর্যালোচনা করছে।
এই ঘটনায় প্রিন্স হ্যারি ও প্রিন্স সিসো এক যৌথ বিবৃতিতে বলেন, "বোর্ডের চেয়ারম্যান ও ট্রাস্টিদের মধ্যে সম্পর্ক চূড়ান্তভাবে ভেঙে গেছে, যা এক অচল পরিস্থিতি তৈরি করেছে। ট্রাস্টিরা সংস্থার স্বার্থেই ড. চন্দাউকাকে পদত্যাগ করতে বলেছিলেন, কিন্তু তার আইনি পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।"
ঘটনা এমন ঘটেছে যে পদত্যাগী ট্রাস্টিরাও এক বিবৃতিতে জানান, তারা ড. চন্দাউকার ওপর আস্থা হারিয়েছেন। তার আইনি লড়াইয়ের কারণে সংগঠনকে আর্থিক ও আইনি জটিলতার মধ্যে পড়তে হয়েছে, যা তারা মেনে নিতে পারছেন না।
এত অভিযোগ যার বিরুদ্ধে সেই ড. চন্দাউকা বলেন, তিনি সর্বদা ন্যায়বিচার ও সমতার নীতিতে বিশ্বাসী। তিনি দাবি করেন, আদালত তার পক্ষে একটি জরুরি আদেশ জারি করেছে যাতে তাকে সরানো না হয়।
এসময় তিনি অভিযোগ করে বলেন, "এটি সেই নারীর গল্প, যিনি দুর্বল শাসনব্যবস্থা, ক্ষমতার অপব্যবহার, হয়রানি, নারীবিদ্বেষ ও বর্ণবাদী নারীবিদ্বেষের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এবং এরপর শুরু হয় এই কভারআপ।"
এদিকে সেন্টেবালে জানিয়েছে, সংস্থাটি কোনো রাজকীয় পৃষ্ঠপোষকের পদত্যাগপত্র পায়নি, তবে বোর্ড পুনর্গঠনের ঘোষণা দিয়েছে।
প্রসঙ্গত, দাতব্য সংস্থাটি গত এপ্রিলেই ঘোষণা করেছিল যে, তারা শুধুমাত্র এইচআইভি ও এইডস আক্রান্ত শিশু ও যুবকদের সহায়তা করার পরিবর্তে দক্ষিণ আফ্রিকায় যুব স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে কাজ করবে।
ইউকে চ্যারিটি কমিশন জানিয়েছে, তারা সেন্টেবালে’র শাসনব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি পর্যালোচনা করছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

ফিরেই মেসির গোল, মায়ামির জয়

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা ক্ষত-বিক্ষত

বহুল সমালোচিত ডিজনির 'স্নো হোয়াইট' বক্স অফিস শীর্ষে

এমবাপের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

দোষী প্রমাণিত হলে কি শাস্তি হতে পারে আনচেলত্তির?

আনুষ্ঠানিক বন্ধ ইউএসএআইডি

৯৫ বছরে এমন ভূমিকম্প দেখেনি থাইল্যান্ড

রাজতন্ত্রের দাবিতে নেপালে বিক্ষোভ সংঘর্ষ, সাংবাদিকসহ নিহত ২

ফিলিস্তিনপন্থি প্রতিবাদে ৩০০ শিক্ষার্থীর ভিসা বাতিল

নালিতাবাড়ীতে ৯৫ ড্রেজার ধ্বংস কারাদণ্ড ৩ জন কে

ডিয়েগো গার্সিয়া দ্বীপকে কাজে লাগাতে পারে পেন্টাগন

‘রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় বাধাদানকারীদের জাতি ক্ষমা করবে না’

নাটক প্রেম ভাই

নাটক লাস্ট উইশ

ঈদে সায়েরা রেজার নতুন গান

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে অপার্থিবের প্রথম অ্যালবাম আবছা নীল কণা

নগরকৃষকদের নিয়ে কৃষকের ঈদ আনন্দ

হানিফ সংকেতের ঈদের নাটক ‘ঘরের কথা ঘরেই থাক’

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬০০ ছাড়াল

ভূমিকম্প বিধ্বস্ত থাইল্যান্ডের রাস্তায় সন্তানের জন্ম দিলেন তরুণী