হিজবুল্লাহ অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় প্রস্তুত, শর্ত ইসরায়েলি সেনা প্রত্যাহার
০৯ এপ্রিল ২০২৫, ১১:২২ এএম | আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ১১:২৫ এএম

লেবাননের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে হিজবুল্লাহর সাম্প্রতিক ঘোষণার পর। দীর্ঘদিন ধরে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত হিজবুল্লাহ এবার অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে। তবে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং দেশটির ওপর আগ্রাসন বন্ধ করতে হবে—এটাই তাদের প্রধান শর্ত।
২০২৪ সালের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের পর লেবাননের নিরাপত্তা ও রাজনৈতিক ভারসাম্য মারাত্মকভাবে ভেঙে পড়ে। হাজার হাজার হিজবুল্লাহ যোদ্ধা ও শীর্ষ নেতা নিহত হন, ধ্বংস হয় গোষ্ঠীর বড় একটি রকেট ভাণ্ডার। এই পরিস্থিতিতে নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ঘোষণা দেন, দেশের সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে হবে। প্রেসিডেন্টের নেতৃত্বে শিগগিরই হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন তিনজন রাজনৈতিক সূত্র। এই বাস্তবতাকে সামনে রেখেই হিজবুল্লাহ এখন আলোচনার টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছে।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তা জানান, “জাতীয় প্রতিরক্ষা কৌশলের আলোকে আমরা অস্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে রাজি, তবে প্রথমে ইসরায়েলকে দক্ষিণ লেবনের পাঁচটি কৌশলগত পাহাড়চূড়া থেকে সরে যেতে হবে।” হিজবুল্লাহ আরও দাবি করেছে, তারা বর্তমানে দক্ষিণ লিতানিতে সশস্ত্র অবস্থায় নেই এবং যুদ্ধবিরতি মেনে চলেছে। কিন্তু প্রতিদিন ইসরায়েল ওই চুক্তি লঙ্ঘন করছে বলে তাদের অভিযোগ।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপও বাড়ছে। যুক্তরাষ্ট্র, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের দাবিতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। মার্কিন দূত মরগান ওর্তাগুস বৈরুত সফরে গিয়ে বলেন, “হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করতে হবে, এবং ইসরায়েলের দিকে গোলাবর্ষণ চলতে পারে না—এটাই পরিষ্কার বার্তা।” অন্যদিকে হিজবুল্লাহ এখন তাদের ভারী অস্ত্র, যেমন ড্রোন ও অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র, লেবানন সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানানো হয়েছে।
হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার দীর্ঘদিন ধরেই লেবাননে বিতর্কের বিষয়। গোষ্ঠীর সমালোচকদের মতে, তারা একতরফাভাবে দেশকে যুদ্ধে জড়িয়েছে এবং রাষ্ট্রের বাইরে থেকে পরিচালিত অস্ত্রভাণ্ডার লেবাননের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে উঠেছে। এমনকি ২০০৮ সালে এ নিয়ে একটি সংক্ষিপ্ত গৃহযুদ্ধও হয়েছিল। প্রেসিডেন্ট আউন সতর্ক করে বলেছেন, এই সমস্যার সমাধান সংলাপের মাধ্যমেই করতে হবে, জোর করে নিরস্ত্রীকরণ করতে গেলে আবারও রক্তপাত হতে পারে। মারোনাইট গির্জার প্রধান প্যাট্রিয়ার্ক বেচারা বুতরোস আল-রাইও একই মত পোষণ করে বলেছেন, সব অস্ত্র রাষ্ট্রের হাতে এলেও তা ধাপে ধাপে ও কূটনৈতিকভাবে হওয়া উচিত।
হিজবুল্লাহর উপমহাসচিব নাঈম কাসেম শেষ পর্যন্ত বলেন, “আমরা এখনো কূটনৈতিক সমাধানের পক্ষে, কিন্তু যদি লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়, তাহলে প্রয়োজন হলে বিকল্প পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত আছি।” লেবাননের এই নতুন পরিস্থিতি শুধু দেশটির ভবিষ্যতের জন্য নয়, গোটা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ এক মোড়। সব পক্ষের দায়িত্বশীল আচরণ এবং আন্তর্জাতিক সহযোগিতাই হতে পারে একটি টেকসই সমঝোতার ভিত্তি। তথ্যসূত্র : রয়টার্স
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে -মিজান চৌধুরী

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

কূট-কৌশলে ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হোক

ইউনূস-মোদি বৈঠক : একটি পর্যালোচনা

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার

গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে সংক্ষুব্ধ ‘আমরা’ কারা?

জেনারেল এসির নামে প্রতারণা

ইমরান খান-বুশরা বিবির বিয়ের অজানা অধ্যায় প্রকাশ

নোয়াখালীতে ব্রান্ডের নকল বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি ;ভোক্তা অধিকারের ১ লক্ষ টাকা জরিমানা

মঞ্চে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

মুক্তির অপেক্ষায় মিজানুর রহমান লাবুর সিনেমা আতরবিবিলেন

সোস্যাল মিডিয়া থেকে দূরে থাকা আমাকে শান্তি দিয়েছে :বাঁধন