ওয়াকফ আইনের বিরুদ্ধে মণিপুরে ব্যাপক বিক্ষোভ
১০ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১০ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম

ভারতে বিতর্কিত মুসলিম ওয়াক্ফ সংশোধনী আইন কার্যকরের প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ব্যাপক এই বিক্ষোভের আঁচ লেগেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরেও। রাজ্যটির ইম্ফল উপত্যকার কিছু অংশে ওয়াকফ আইনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আর এই বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার নারী-পুরুষ ও শিশু। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে মণিপুরে বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং মঙ্গলবার ইম্ফল পূর্বের হাজার হাজার নারী-পুরুষ ও শিশু বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছিল। খুমিদক বাজার-হাইক্রুমাখং এলাকায় আয়োজিত এই বিক্ষোভে মুসলিম অধ্যুষিত তিনটি প্রধান এলাকার – কাইরাং, খাবেইসোই এবং খুরাই খুমিদক – মানুষ অংশ নিয়েছেন। বিক্ষোভকারীরা এদিন মানববন্ধন করেন এবং বিতর্কিত এই বিলের বিরুদ্ধে সেøাগান দেন এবং বিক্ষোভ সমাবেশ করেন। এর আগে দিন দুয়েক আগে বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল পাসের প্রতিবাদে মণিপুরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতার বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। বিজেপির ওই নেতার নাম আসকার আলী এবং তিনি সংগঠনটির সংখ্যালঘু মোর্চার মণিপুর সভাপতি। মঙ্গলবারের বিক্ষোভে অংশ নেওয়া তৈয়বুর রহমান নামে এক বিক্ষোভকারী বলেন, বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আসকার আলীর ওপর ব্যক্তিগত আক্রমণ নিন্দনীয়। তবে তিনি বলেন, বিলটি পাস হওয়ায় মুসলিম স¤প্রদায়ের সদস্যরাক্ষুব্ধ এবং বিলটি বাতিল না হওয়া পর্যন্ত গণতান্ত্রিকভাবে প্রতিবাদ অব্যাহত থাকবে। এনডিটিভি বলছে, বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মণিপুরের ইম্ফল পূর্ব ছাড়াও, থৌবাল এবং বিষ্ণুপুরসহ বিভিন্ন মুসলিম অধ্যুষিত অঞ্চল থেকে বিলের বিরুদ্ধে ক্রমাগত বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। গত সপ্তাহে থৌবাল জেলার লিলং-এ বিজেপি সংখ্যালঘু সেলের প্রধান মোহাম্মদ আসকার আলীর বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরে কর্তৃপক্ষ লিলং-এর কিছু অংশে কারফিউ জারি করতে বাধ্য হয়। জনরোষের মুখে আসকার আলী পরে মুসলিম স¤প্রদায়ের অনুভ‚তিতে আঘাত করার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সংসদে পাস হওয়ার আগেই বিতর্কিত এই বিলটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। প্রায় ১৫টি আবেদন দাখিল করা হয়েছে এবং শীর্ষ আদালতে সেগুলোর শুনানি আগামী সপ্তাহে হবে। এদিকে সংসদে পাস হওয়ার পর ভারতীয় প্রেসিডেন্টের স্বাক্ষরের মধ্য দিয়ে এই সপ্তাহান্তে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলটি কার্যকর হয়। এর আগে গত বুধবার এবং বৃহস্পতিবার ম্যারাথন বিতর্কের পর লোকসভা এবং রাজ্যসভায় এটি পাস হয়। এনডিটিভি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে -মিজান চৌধুরী

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

কূট-কৌশলে ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হোক

ইউনূস-মোদি বৈঠক : একটি পর্যালোচনা

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার

গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে সংক্ষুব্ধ ‘আমরা’ কারা?

জেনারেল এসির নামে প্রতারণা

ইমরান খান-বুশরা বিবির বিয়ের অজানা অধ্যায় প্রকাশ

নোয়াখালীতে ব্রান্ডের নকল বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি ;ভোক্তা অধিকারের ১ লক্ষ টাকা জরিমানা

মঞ্চে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

মুক্তির অপেক্ষায় মিজানুর রহমান লাবুর সিনেমা আতরবিবিলেন

সোস্যাল মিডিয়া থেকে দূরে থাকা আমাকে শান্তি দিয়েছে :বাঁধন