ভুলবশত এল সালভাদরে নির্বাসিত গার্সিয়া , ‘সুস্থ ও নিরাপদ’- জানাল যুক্তরাষ্ট্র
১৩ এপ্রিল ২০২৫, ১১:৫১ এএম | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫, ১১:৫২ এএম

যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত ত্রুটির কারণে কিলমার অ্যাবরেগো গার্সিয়া নামের এক ব্যক্তিকে ভুলবশত মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাকে সেখানে বিশ্বের অন্যতম কঠোর নিরাপত্তার জেলখানা সিসট-এ আটক রাখা হয়েছে। এই ঘটনার পর সামাজিক, মানবাধিকার ও রাজনৈতিক মহলে ব্যাপক উদ্বেগ ছড়ায়। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, গার্সিয়া বর্তমানে জীবিত ও নিরাপদ আছেন।
ঘটনাটি শুরু হয় ২০১৯ সালে, যখন গার্সিয়া যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে তিনজন সঙ্গীর সঙ্গে গ্রেপ্তার হন। সে সময় অভিবাসন আদালত তাকে দেশ থেকে তাড়িয়ে না দেওয়ার নির্দেশ দিয়েছিল, কারণ তার নিজ দেশে ফেরত গেলে স্থানীয় গ্যাংদের হাতে নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা ছিল। তবে ট্রাম্প প্রশাসনের সময়, গত মাসে ২৩৮ জন ভেনেজুয়েলান এবং ২৩ জন সালভাদরীয় নাগরিককে এল সালভাদরে ফেরত পাঠানো হয়, যাদের মধ্যে ছিলেন গার্সিয়াও। যদিও এই প্রত্যাবাসন ছিল এক আন্তর্জাতিক সমঝোতার আওতায়, তবে গার্সিয়ার ক্ষেত্রে এটি ছিল একটি ‘প্রশাসনিক ভুল’।
গার্সিয়ার আইনজীবীরা অভিযোগ করেছেন যে মার্কিন সরকার উদ্দেশ্যমূলকভাবে সময়ক্ষেপণ করছে এবং আদালতের আদেশ মানতে চাইছে না। তারা বলেন, “একজন মানুষের জীবন ও নিরাপত্তা ঝুঁকিতে রেখে সরকার সময় নষ্ট করছে।” আদালতের পক্ষ থেকে এখন প্রতিদিন গার্সিয়ার দেশে প্রত্যাবর্তনের অগ্রগতি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসনকে। যদিও ট্রাম্প সরকারের দাবি, গার্সিয়া এমএস-১৩ গ্যাংয়ের সদস্য, যা তার আইনজীবীরা সরাসরি অস্বীকার করেছেন।
এই ঘটনা যুক্তরাষ্ট্রের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট-এর নজরেও আসে। কনজারভেটিভ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট সর্বসম্মতভাবে গার্সিয়াকে ফেরত আনার নির্দেশ দেয়। আদালতের এই রায়ের পর প্রেসিডেন্ট ট্রাম্প জানান, “সুপ্রিম কোর্ট বললে কাউকে ফিরিয়ে আনতে আমি সম্মত।” তিনি এ-ও বলেন যে তিনি আদালতের প্রতি শ্রদ্ধাশীল।
আগামী সোমবার হোয়াইট হাউসে এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগেই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “বিশ্বের সবচেয়ে হিংস্র অপরাধীদের মধ্যে কিছুকে সালভাদর ফিরিয়ে নেওয়ায় প্রেসিডেন্ট বুকেলেকে ধন্যবাদ। তাদের ভবিষ্যৎ এখন সালভাদরের হাতে। তারা আর কখনও আমাদের নাগরিকদের হুমকি দিতে পারবে না!” তথ্যসূত্র : বিবিসি
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে সুপার ওভার রোমাঞ্চ জিতল দিল্লী

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে -মিজান চৌধুরী

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

কূট-কৌশলে ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হোক

ইউনূস-মোদি বৈঠক : একটি পর্যালোচনা

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার

গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে সংক্ষুব্ধ ‘আমরা’ কারা?

জেনারেল এসির নামে প্রতারণা

ইমরান খান-বুশরা বিবির বিয়ের অজানা অধ্যায় প্রকাশ

নোয়াখালীতে ব্রান্ডের নকল বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি ;ভোক্তা অধিকারের ১ লক্ষ টাকা জরিমানা

মঞ্চে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

মুক্তির অপেক্ষায় মিজানুর রহমান লাবুর সিনেমা আতরবিবিলেন