ক্রিমিয়ায় তুরস্কের দৃঢ় সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তাতার নেতা কিরিমোগলুর
১৩ এপ্রিল ২০২৫, ০৪:০১ পিএম | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫, ০৪:১০ পিএম

পূর্ব ইউরোপের দেশ ক্রিমিয়ার তাতার জাতিগোষ্ঠীর প্রভাবশালী নেতা মুস্তাফা আবদুলজেমিল কিরিমোগলু তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, রাশিয়ার হাতে ক্রিমিয়ার অবৈধ দখলদারিত্বের বিরোধিতায় তুরস্ক ২০১৪ সাল থেকে যে অটল অবস্থান বজায় রেখে চলেছে, তা শুধু ন্যায়সঙ্গত নয়, বরং ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় একটি সাহসী দৃষ্টান্ত। সম্প্রতি তুরস্কে আয়োজিত আন্তালিয়া কূটনীতি ফোরামে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। কিরিমোগলু আরও বলেন, এই সমর্থন শুধু রাজনৈতিক নয়, এটি তাতার জনগণের সাংস্কৃতিক ও জাতীয় অস্তিত্ব রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ২০১৪ সালে রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়। সেই থেকে তুরস্ক দৃঢ়ভাবে এই দখলের বিরোধিতা করে আসছে এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়েছে। কিরিমোগলু বলেন, “শান্তি তখনই সম্ভব হবে, যখন আন্তর্জাতিক নিয়ম মেনে চলা হবে।” তিনি সতর্ক করে বলেন, যদি যুদ্ধবিরতি কোনো পরিষ্কার শর্ত ছাড়া হয়, তাহলে তা ভবিষ্যতের জন্য আরও ভয়াবহ সংঘর্ষের প্রস্তুতি হয়ে উঠবে। তাঁর মতে, রাশিয়া বর্তমানে ইউক্রেনের পাঁচটি অঞ্চল নিজেদের বলে দাবি করছে, যা কোনো অবস্থাতেই শান্তির পথে যেতে দেবে না।
মুস্তাফা কিরিমোগলু যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে ইউক্রেন পারমাণবিক অস্ত্র ছেড়ে দিয়েছিল এবং বুদাপেস্ট চুক্তির মাধ্যমে রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনের অখণ্ডতার গ্যারান্টি দিয়েছিল। কিন্তু একদিকে রাশিয়া দখলদার হয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র এখন ইউক্রেনের খনিজ সম্পদের ওপর চাপ সৃষ্টি করছে অর্থ সহায়তার বিনিময়ে। কিরিমোগলু প্রশ্ন তোলেন, “এই যুদ্ধে যে ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, তার দায় কে নেবে?” তিনি যুক্তরাষ্ট্রের নীতিকে দ্বিচারিতা বলে আখ্যায়িত করেন।
তিনি আরও বলেন, ২০১৪ সালে দখলের পর রাশিয়া ক্রিমিয়াকে বিশাল সামরিক ঘাঁটিতে রূপান্তর করেছে। সেখানে প্রায় ১.৫ লাখ রুশ সেনা মোতায়েন করা হয়েছে এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থাও স্থাপন করা হয়েছে। এ সময় থেকে প্রায় ৩.৫ লাখ তাতার জনগোষ্ঠী ধারাবাহিক নিপীড়নের মুখে পড়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায়, এটি “পদ্ধতিগত নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযান”। মেজলিস নিষিদ্ধ করা হয়েছে, গণগ্রেপ্তার চালানো হয়েছে, এবং মতপ্রকাশ, প্রতিবাদ ও সভা করার অধিকারে কঠোর হস্তক্ষেপ করা হয়েছে। এই পরিস্থিতিতে তুরস্ক যে তাতারদের পাশে রয়েছে, তা তাদের আত্মবিশ্বাসের অন্যতম বড় উৎস বলে কিরিমোগলু মন্তব্য করেন।
প্রতিবছরই তিনি আন্তালিয়া কূটনীতি ফোরামে অংশ নেন এবং একে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ স্থাপনের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখেন। এই বছরও বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক ও সাংবাদিকদের সামনে তাতার জনগণের দুর্দশা তুলে ধরার সুযোগ পেয়েছেন তিনি। তাঁর বার্তা ছিল স্পষ্ট—শান্তি কেবল অস্ত্রের নিরবতা নয়, বরং ন্যায়বিচারের ওপর ভিত্তি করে হতে হবে। তুরস্কের মত আন্তর্জাতিক সম্প্রদায় যদি এই ন্যায়ের পথে অটল থাকে, তবে একদিন নিপীড়নের অন্ধকার কাটবেই। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে -মিজান চৌধুরী

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

কূট-কৌশলে ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হোক

ইউনূস-মোদি বৈঠক : একটি পর্যালোচনা

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার

গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে সংক্ষুব্ধ ‘আমরা’ কারা?

জেনারেল এসির নামে প্রতারণা

ইমরান খান-বুশরা বিবির বিয়ের অজানা অধ্যায় প্রকাশ

নোয়াখালীতে ব্রান্ডের নকল বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি ;ভোক্তা অধিকারের ১ লক্ষ টাকা জরিমানা

মঞ্চে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

মুক্তির অপেক্ষায় মিজানুর রহমান লাবুর সিনেমা আতরবিবিলেন

সোস্যাল মিডিয়া থেকে দূরে থাকা আমাকে শান্তি দিয়েছে :বাঁধন