শারজাহ’র আল নাহদায় উঁচু ভবনে অগ্নিকাণ্ডে নিহত অন্তত পাঁচ
১৪ এপ্রিল ২০২৫, ১০:০১ এএম | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫, ১০:০৫ এএম

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। আল নাহদা এলাকার একটি ৪৪ তলা উঁচু আবাসিক ভবনে রবিবার সকালবেলা ভয়াবহ আগুন লাগার ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়, তবে ভয়াবহতা এতটাই ছিল যে প্রাণহানির ঘটনা রোধ করা সম্ভব হয়নি।
এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে। আগুনের সূত্রপাত হয় ভবনের উপরের তলাগুলোতে, যা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার সময় আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে চারজন মারা যান, যাদের পরিচয় এখনো জানা যায়নি। আরেকজন পাকিস্তানি নাগরিক, যার বয়স চল্লিশের কোঠায়, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান—ধারণা করা হচ্ছে, আগুনের আতঙ্ক থেকেই এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন এবং একজন ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন। তাদের সবাইকে দ্রুত আল কাসিমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং চিকিৎসকরা জানিয়েছেন তারা এখন স্থিতিশীল অবস্থায় আছেন।
শারজাহ সিভিল ডিফেন্সের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং একাধিক ফায়ার স্টেশন থেকে ইউনিট এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। সন্ধ্যা ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং ঠাণ্ডা করার প্রক্রিয়া শেষ হলে পুরো এলাকা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ভবনের ছাদ থেকে ঘন ধোঁয়া ছড়াতে দেখা যায়, আশপাশের এলাকা নিরাপত্তার জন্য ঘিরে ফেলা হয় এবং ট্রাফিক ডাইভারশন জারি রাখা হয়। ভবনের ৩০ তলার উপরের অংশ এখনো অনিরাপদ বলে ঘোষণা করা হয়েছে এবং সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
খালিজ টাইমস জানায়, ঘটনার সময় বহু বাসিন্দা বাইরে অপেক্ষা করছিলেন। কেউ কেউ আশপাশের ক্যাফে ও রেস্তোরাঁয় আশ্রয় নেন। সন্ধ্যার দিকে বাসিন্দাদের ধাপে ধাপে ঘরে ফেরার অনুমতি দেওয়া হয়। তবে যেসব পরিবার এখনো ঘরে ফিরতে পারছে না, তাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ভবনের একেবারে উপরের দুই তলায় লেগেছিল এবং ওই ভবনটি শহরের অন্যতম উঁচু ভবন হিসেবে পরিচিত। এক ক্যাফে অপারেটরের ভাষায়, “আমরা দেখেছি কত দ্রুত উদ্ধারকর্মীরা এসে লোকজনকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছিলেন।” এক দোকানদার জানান, “এই ভবনে বহু পরিবার বাস করে। এখনও আশপাশের রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রিত রয়েছে।” তথ্যসূত্র : খালিজ টাইমস
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

গাজার ১১ বছর বয়সী সাংবাদিক কে এই সুমাইয়া?

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ- করিমগঞ্জ আঞ্চলিক সড়ক খানা-খন্দে ভরা, বৃষ্টি হলেই দুর্ভোগ

কাশ্মীরে হামলার পর মোদিকে ট্রাম্পের ফোন কল, পাশে থাকার আশ্বাস

আনোয়ারায় সংঘর্ষের ঘটনায় কঠোর অবস্থানে পুলিশ, গ্রেফতার এড়াতে পলাতক বিএনপির নেতাকর্মীরা

ইসরায়েলের বাধায় গাজায় পোলিও টিকা প্রবেশ বন্ধ, ঝুঁকিতে ৬ লাখ শিশু

সানবার্ন ১৫ মিনিটে দূর করে দেবে এই ৫ উপাদান

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস

রাজশাহীতে মহানবীকে নিয়ে কটুক্তি, হিন্দু যুবককে পুলিশে সোর্পদ

আবারও টানা ৩ দিনের ছুটিতে দেশ

বিশ্ব বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

দর্শক অনীহায় অস্তিত্ব সংকটে যেসব ঢালিউড নায়িকা

ভয়েস অব আমেরিকা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিলেন বিচারক

লজ্জা না থাকলে বাধ্য করেই সরানো হোক কুয়েট ভিসিকে : সারজিস আলম

ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

তদবির করলেই চা-নাশতা, তারপর পুলিশে দেবেন

অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ হাইকোর্টে

পরীক্ষা শেষে বাসায় ফিরে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বিশ্বজুড়ে সাইবার প্রতারণার ভয়াবহ বিস্তার: জাতিসংঘের সতর্কবার্তা