আজমির শরিফ-সম্ভল ছাড়া যে ১০টিরও বেশি উপাসনাস্থল নিয়ে ‘মন্দির-মসজিদ’ বিতর্ক চলছে
অযোধ্যায় যখন রাম জন্মভূমি আন্দোলন তুঙ্গে, সেই সময় একটা স্লোগান শোনা যেত- “অযোধ্যা তো ঝাঁকি হ্যায়, কাশী-মথুরা বাকি হ্যায়।” বাংলায় এর তর্জমা করলে দাঁড়ায়, “অযোধ্যা তো শুরু মাত্র, এখনও কাশী-মথুরা বাকি আছে।”যে বিষয়ের দিকে এই স্লোগানের ইঙ্গিত ছিল, তা হলো অযোধ্যা ইস্যুর নিষ্পত্তি হওয়ার পর কাশীর জ্ঞানবাপী মসজিদ ও মথুরার শাহী ইদগাহ মসজিদের জায়গায় একসময় মন্দির ছিল এই দাবি তোলা।
অযোধ্যায়...