১৩ বছর ধরে কর্মীদের কম বেতন দিচ্ছে বিশ্বের বৃহত্তম খনি সংস্থা
১৩ বছর ধরে অস্ট্রেলিয়ায় কর্মরত শ্রমিকদের কম বেতন দিয়ে আসছে মাইনিং জায়ান্ট বিএইচপি। এমনকি সাড়ে ২৮ হাজারের মতো কর্মী প্রাপ্যের চেয়ে কম ছুটি পেয়েছে। নিজস্ব পর্যালোচনায় এই তথ্য পাওয়ার পর ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বিএইচপি। আরো জানা যায়, কর্মসংস্থান সংস্থার ত্রুটির কারণে ৪০০ শ্রমিক অতিরিক্ত ভাতা পাননি। সম্প্রতি প্রতিবেদনটি অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ এক্সচেঞ্জকে সরবারহ করেছে বিএইচপি। এই সব ত্রুটির জন্য কোম্পানিকে কর...