‘কট্টর হিন্দুত্বে’ মোদির উত্তরসূরি তিনিই, সরযূতীরে প্রমাণ যোগীর
‘সূর্য নমস্কারের প্রতিবাদ করলে ভারত ছাড়ার জন্য তৈরি থাকুন।’ নিন্দা, ধিক্কার আর সমালোচনায় সওয়ার হয়ে প্রচারের পাদপ্রদীপে এসেছিলেন যোগী আদিত্যনাথ। প্রায় দুদশকের রাজনীতিতে দলের মধ্যে নিজেকে ‘কট্টর হিন্দুবাদী’ হিসাবে প্রমাণ করার পুরস্কার পেয়েছিলেন ২০১৭-য়। মাত্র ৪৪ বছর বয়সে ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদের জন্য তাকেই বেছে নিয়েছিল বিজেপি।
সাতবছর পর সরযূতীরে প্রমাণ হল, হিন্দুত্ববাদে নরেন্দ্র মোদির যোগ্য উত্তরসূরি তিনিই–...