মা-বাবার দেখাশোনা করাটা দয়া নয়, আইনি বাধ্যতা: কর্নাটক হাই কোর্ট
বয়স্ক মা-বাবার দেখভাল করার অর্থ তাদের দয়া করা নয়। এটা সন্তানদের আইনি বাধ্যতা। এক মামলায় এমনই মন্তব্য করল কর্নাটক হাই কোর্ট।
ভারতের দক্ষিণী রাজ্যটির বাসিন্দা কবিতা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তার বাবা রাজাশেখরা সদ্য মৃত হলেও বর্তমান রয়েছেন মা নির্মলা। কবিতার সঙ্গে বিয়ে হয়েছিল যোগেশের। তারা কর্নাটকের তুমাকুরু জেলার বাসবপাটনা গ্রামের বাসিন্দা। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজাশেখরা মেয়ে কবিতাকে সমস্ত সম্পত্তি উপহার দেন...