ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা রাশিয়ার
রাশিয়া চলতি মাসে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে দ্বিতীয়বারের মতো ব্যাপক হামলা চালিয়েছে। বৃহস্পতিবার এ হামলার ফলে দেশটির মধ্য, পশ্চিম এবং দক্ষিণের ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ ভূখণ্ডে ইউক্রেনের মার্কিন মাঝারি পাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র হামলার জবাবে মস্কো পাল্টা হামলা চালিয়েছে। তিনি বলেন, রাশিয়ার ভবিষ্যত লক্ষ্যবস্তুতে কিয়েভের ‘সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র’ অন্তর্ভুক্ত হতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি...