অধিৃকত কাশ্মীরে স্বাধীনতাকামীদের সঙ্গে সেনার সংঘর্ষ, চলছে গুলির লড়াই
ফের লড়াইয়ে কাঁপল ভূস্বর্গ। অধিকৃত জম্মু ও কাশ্মীরের রাজৌরি অঞ্চলে স্বাধীনতাকামীদের দমন করতে সোমবার থেকে চলছে এনকাউন্টার চালাচ্ছে দখলদার ভারতীয় সেনা। সেখানের কালাকোটে মঙ্গলবারেও জারি রয়েছে সেনা- স্বাধীনতাকামী সংঘর্ষ।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় রাজৌরি অঞ্চলের কালাকোটের জঙ্গলে স্বাধীনতাকামীদের খুঁজতে অভিযান শুরু করে সেনা, কাশ্মীর পুলিশ ও সিআরপিএফের যৌথবাহিনী। গত ১ অক্টোবর গোয়েন্দা সূত্রে ওই অঞ্চলে কয়েকজন সন্দেহভাজনের গতবিধি নজরে আসে। তার...