পাইলট অনুপস্থিত, তাই দুই ঘণ্টা প্লেনে বসে থাকতে হলো যাত্রীদের!
পাইলট সময়মতো না আসায় প্লেনের ভেতর টানা দুই ঘণ্টা শুধু শুধু বসে থাকতে হয়েছে প্রায় ১০০ যাত্রীকে। পাইলটের ‘অনুপস্থিতির’ বিষয়টি প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও; পরবর্তীতে চাপে পড়ে আসল ঘটনা স্বীকার করে নিতে বাধ্য হয় এয়ারলাইন্স কর্তৃপক্ষ। -টাইমস অব ইন্ডিয়া
গত ২৫ সেপ্টেম্বর দিল্লি থেকে পুনেগামী ভারতীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই৮৫৩-তে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বৃহস্পতিবার (২৮...