চাঁদের মাটিতে আছড়ে পড়ে ১০ মিটার চওড়া গর্ত করেছে লুনা ২৫! দাবি নাসার
চাঁদের মাটিতে আছড়ে পড়ে প্রায় দশ মিটার চওড়া গর্ত করেছে রুশ চন্দ্রযান লুনা ২৫। শুক্রবার চন্দ্রপৃষ্ঠের ছবি প্রকাশ করে এই তথ্য জানাল নাসা।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল লুনা ২৫এর। কিন্তু শেষ পর্যন্ত সফলভাবে নামতে পারেনি রাশিয়ার চন্দ্রযানটি। চাঁদের মাটিতেই আছড়ে ভেঙে পড়ে লুনা ২৫। যদিও নাসার এই দাবি ঘিরে রাশিয়ার তরফে এখনও কিছু জানানো হয়নি।
মার্কিন...