রাশিয়ায় বিমান বিধ্বস্ত,নিহত ১০ যাত্রীর সবাই,ছিলেন প্রিগোজিনও
রাশিয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। এই বিমানে যাত্রী তালিকায় প্রিগোজিনের থাকার বিষয়টি প্রায় নিশ্চিত। সেই হিসেবে তিনিও নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার মস্কো টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, ওয়াগনার সমর্থিত টেলিগ্রাম চ্যানেল `গ্রে জোন`...