ফিলিপাইনের জাহাজে পানি ছুড়ে মারল চীনের জাহাজ
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের কোস্টগার্ড অভিযোগ করেছে, তাদের একটি জাহাজে পানিকামান ব্যবহার করে পানি ছুড়েছে চীন। এছাড়া বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে তাদের জাহাজ চলাচলে বাধা দেয়া হয়েছে বলেও জানিয়েছে দেশটির কোস্টগার্ড। সমুদ্রসীমার নিরাপত্তার কাজে নিয়োজিত কোস্টগার্ড আরও জানিয়েছে, ফিলিপাইনের কয়েকটি নৌকা বিরোধপূর্ণ স্পার্টলি দ্বীপপুঞ্জে যাচ্ছিল। ওই দ্বীপে অবস্থানরত ফিলিপিনো সৈন্যদের জন্য পাঠানো রসদ ছিল নৌকাগুলোতে। আর ওই নৌকাগুলোকে নিরাপত্তা দিয়ে...