থাইল্যান্ডে সরকার গঠন করতে যাচ্ছে ফেউ থাই পার্টি
থাইল্যান্ডের নির্বাচনে সবচেয়ে বেশি পেলেও সরকার গঠন করতে পারছে না পিটা লিমজারোয়েনরাতের নেতৃত্বাধীন সংস্কারপন্থী মুভ ফরোয়ার্ড পার্টি (এমএফপি)। সরকার গঠনের জন্য নিজেদের তৈরি করা জোট থেকেই বাদ পড়েছে তারা। সেনাবাহিনী ও রাজতন্ত্রপন্থী সিনেটরদের সমর্থনে তাই পিছিয়ে থেকেও সরকার গঠন করতে যাচ্ছে ফেউ থাই পার্টি।
ফেউ থাই পার্টি প্রধানমন্ত্রী হওয়ার জন্য একজন রিয়েল এস্টেট টাইকুনকে মনোনীত করবে বলে বুধবার জানিয়েছে। গত ১৪...