লটারিতে ১০ কোটি রুপি জিতেও...
কেরালার পারাপ্পানগাদি শহরে গৃহস্থালি থেকে অ-জৈব বর্জ্য সংগ্রহ করতেন এই নারীরা। দৈনিক মজুরি ২৫০ রুপি। এ আয় দিয়ে তাদের সংসার চলে না, বাজারে অনেক ধার-দেনা। সম্প্রতি লটারি জিতে রাতারাতি বদলে গেছে তাদের ভাগ্য। তবে জানান, এই চাকরি তারা ছাড়ছেন না। বিবিসি এক প্রতিবেদনে জানায়, গত জুনে দক্ষিণ ভারতীয় মালাপ্পুরম জেলার ১১ স্যানিটেশন কর্মী একটি লটারির টিকিট কেনেন। যার বদৌলতে জিতেছেন...