বিদেশ সফরে মোদি কেন এই নারীকে সাথে নেন!
স্বাভাবিকভাবেই নজর থাকে তাদের দিকেও। দেখা গেছে, মোদির সব বিদেশ সফরেই তার সাথে থাকেন এক নারী। বিশেষ করে তার গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে এই নারী সবসময়েই হাজির থাকেন। কিন্তু কে ইনি? মোদির বিদেশ সফরে তার উপস্থিতি এমন অপরিহার্যই বা কেন?
ইনি গুরদীপ কওর চাওলা। জন্মসূত্রে ভারতীয় হলেও, বর্তমানে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রেই। একজন সফল দোভাষী এই নারী। কিন্তু শুধু এটুকুই তার পরিচয় নয়। দিল্লির...