মার্কিন বিচারকদের পাল্টাপাল্টি রায়, গর্ভপাতের ওষুধ মিফেপ্রিস্টোন নিয়ে ধোঁয়াশা
যুক্তরাষ্ট্রে বহুল ব্যবহৃত গর্ভপাতের ওষুধ মিফেপ্রিস্টোন-এর অনুমোদন আটকে রাখার নির্দেশ দিয়েছেন টেক্সাস রাজ্যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক নিযুক্ত একজন কেন্দ্রীয় বিচারক। কিন্তু এক ঘন্টা পরে ওয়াশিংটন রাজ্যে ওবামা কর্তৃক নিয়োগ করা একজন বিচারক পাল্টা রুল জারি করেন। তিনি আদেশ দেন যে, ১৭টি রাজ্যেই এ ওষুধের অনুমোদন সংরক্ষণ করা হবে।
পিলটি যুক্তরাষ্ট্রে ২০ বছরেরও বেশি সময় ধরে অনুমোদিত, এবং বেশিরভাগ গর্ভপাতের ক্ষেত্রে...