খেরসনে বানের পানিতে ভাসছে লাশ : জেলেনস্কি
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের বন্দরশহর কাখোভকা শহরের বাঁধে বিস্ফোরণের পর তা ধসে পড়ায় কাখোভকা, খেরসনসহ বিভিন্ন শহরে নিপার নদীর পানি ঢুকে বন্যা দেখা দিয়েছে। খেরসন শহরে সেই বানের পানিতে মানুষের লাশ ভাসছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। -পলিটিকো
বুধবার মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘বন্যার পানিতে খেরসনে রাস্তাঘাট সব ডুবে গেছে, মানুষের ঘরবাড়িতেও পানি ঢুকেছে। অধিকাংশ...