সউদি আরবে পুনরায় দূতাবাস চালু করছে ইরান
দীর্ঘ সাত বছরের কূটনৈতিক বিচ্ছিন্নতার পর সউদি আরবে আবারও দূতাবাস খুলছে ইরান। মঙ্গলবার সউদি আরবের রাজধানী রিয়াদে ইরানের দূতাবাস পুনরায় চালু করা হবে। রিয়াদের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
চীনের মধ্যস্থতায় গত মার্চে চিরবৈরী দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সউদি আরব ও ইরান পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে চুক্তির ঘোষণা দিয়েছিল। সউদি আরব ২০১৬ সালে...