পানির গভীরে কেমন আছে টাইটানিক? সামনে এল সম্পূর্ণ অবয়ব
১৪ এপ্রিল, ১৯১২ সাল। ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে ডুবে গিয়েছিল টাইটানিক। মৃত্যু হয়েছিল দেড় হাজারেরও বেশি যাত্রীর। ১১১ বছর আগের সেই ট্র্যাজেডি আজও যেন জীবন্ত।
অতিকায় এক ‘অবাক জলযানে’র এমন মর্মান্তিক পরিণতি কার্যতই যেন পরিণত হয়েছে এক বিষাদগাথায়। টাইটানিকের ধ্বংসাবশেষ আজও শুয়ে রয়েছে সমুদ্রের তলদেশে। এবার প্রকাশ্যে এল সেই ধ্বংসাবশেষের সম্পূর্ণ ত্রিমাত্রিক অবয়ব। বুধবারই বিবিসির তরফে সেই ছবি প্রকাশ...