চাকরিজীবীদের বেতন বাড়ানো হবে জুলাইতে : এরদোগান
আর মাত্র ৯ দিন বাকি তুরস্কের নির্বাচন। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ছুটে বেড়েচ্ছেন প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। জনগণকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বৃহস্পতিবার প্রচারাভিযানে গিয়েছিলেন তুরস্কের গিরেসুন প্রদেশের হ্যাজেলনাট হাবে। সেখানে উৎসাহিত জনতার উদ্দেশে ভাষণ দেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারানোর ঘোষণা দেন। এরদোগান বলেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে প্রশাসনের জীবনযাত্রার উচ্চ ব্যয়ের হার কমাবেন। তিনি বলেন, তুরস্ক উল্লেখযোগ্য হারে মুদ্রা...