সেখানে এ তিনজনের সঙ্গে প্রচ- গোলাগুলি হয়। এপি।
জেলেই বন্দি তারা। সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলেন, তাই তাদের ঠাঁই হয়েছে কারাগারে। তবে তাদের কণ্ঠকে স্বীকৃতি দিল জাতিসংঘ। যে দেশে হিজাবে মুখ না ঢেকে মহিলাদের ঘরের বাইরে বেরনো একপ্রকার অপরাধ, সেখানেই তারা সরব হয়েছেন বাকস্বাধীনতার জন্য, সংবাদমাধ্যমে নির্ভয়ে সব কথা প্রকাশ করার জন্য। সেই দেশেরই তিন প্রমীলাকে এবার সম্মান জানাল জাতিসংঘ। এই তিন অকুতোভয় সাংবাদিক হলনে, নিলুফার হামেদি, এলাহি...