মরুভূমিতে তুষারপাত
সউদী আরবের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টির পর ইতিহাসে প্রথমবারের মতো তুষারে ঢেকে যায়। দেশটিতে তুষার বিরল ঘটনা, যার বিশাল মরুভূমি অঞ্চলগুলোয় খুব কমই শীত অনুভূত হয়। সউদী মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আল-জাওফে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি শুধুমাত্র তুষারপাতই করেনি বরং এ অঞ্চলের শুষ্ক উপত্যকায় নতুন জীবন দিয়েছে।
এ অঞ্চলে বসন্ত ঋতুতে সবেমাত্র কোনো বন্যফুল ফোটেনি, কিন্তু আগামী মাসগুলোতে এ...