শ্রীলঙ্কা থেকে এক লক্ষ বিপন্ন প্রজাতির বানর চাইছে চিন! কী উদ্দেশ্য বেইজিংয়ের?
বিপন্ন প্রজাতির এক লক্ষ বানর শ্রীলঙ্কা থেকে নিজেদের দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে চীন। বিপন্ন প্রজাতির ওই বানক পাঠানোর জন্য ইতিমধ্যেই শ্রীলঙ্কার কাছে আবেদন করেছে চীনের এক বেসরকারি সংস্থা।
ওই চীনা সংস্থা চিড়িয়াখানা রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত। প্রাণীদের প্রজননের কাজও করে ওই সংস্থা। আর্থিক সঙ্কটে জর্জরিত এ দ্বীপরাষ্ট্র চীনের অনুরোধের কথা স্বীকার করেছে। শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী গুণদাস সংরসিঙ্ঘে জানিয়েছেন, ওই চীনা সংস্থা তার...