গুগলকে ২0,000,000, 000,000,000, 000,000,000, 000,000,000 ডলার জরিমানা
বিশ্বের বৃহত্তম টেক কোম্পানি গুগলকে অপরিমেয় অর্থ জরিমানা করেছে রাশিয়া। ইউটিউবে রুশপন্থী চ্যানেলগুলোকে ব্লক করার অভিযোগে আরোপ করা জরিমানা পরিশোধ না করায় ২.৫ ডিসিলিয়ন রুবলের বেশি (২-এর পর ৩৬টি শূন্য) জরিমানা করেছে। মার্কিন ডলারের হিসাবে তা দাঁড়ায় ২০ বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন। পরিমাণটি বিশ্বের মোট অর্থনীতির চেয়েও অনেক বড়।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের হিসাব অনুযায়ী, বিশ্বের গ্রস ডোমেস্টিক প্রডাক্ট হলো মোটামুটি ১১০...