ইকুয়েডর ও পেরুতে ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, প্রাণহানি ১৪
ইকুয়েডরে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের ধাক্কা লেগেছে প্রতিবেশী দেশ পেরুতেও। সেখানেও ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পে এখন পর্যন্ত দুই দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, স্থানীয় সময় শনিবার (১৮ মার্চ) ইকুয়েডরের উপকূলীয় গুয়াস অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। গুয়াস প্রদেশের বালাও শহর থেকে প্রায় ১০...