প্রেমিকের সঙ্গে রেস্তোরাঁয়, মা এসে করলেন জুতাপেটা
ভালবাসা উদ্যাপন করতে ‘ভ্যালেন্টাইন্স ডে’ তে নানা রকম পরিকল্পনা করেন যুগলরা। উপহার তো আছেই। এছাড়াও ঘুরতে ও খেতে যাওয়ার ঘটনা সাধারণ। কিন্তু ভালবাসা উদ্যাপন করতে গিয়ে যে এমন পরিণতি হবে, তা আন্দাজও করতে পারেনি এক যুগল।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, অতর্কিতে পিছন থেকে এক মহিলা জুতা হাতে ধেয়ে আসছেন যুগলের দিকে। কিছু বুঝে ওঠার...