হৃদয় ভাঙার বিমা ২৫ হাজার টাকা
সম্পর্কের সমাপ্তি অধিকাংশ ক্ষেত্রেই অত্যন্ত বেদনাদায়ক হয়। সম্পর্ক যত গভীর হয়, ততই বাড়ে আবেগের যোগ। তাই সম্পর্ক ভেঙে গেলে, সেই আবেগের ঘরে জোর ধাক্কা লাগে। বেড়ে যায় মানসিক চাপ ও উদ্বেগ। তাতে মনের ব্যথা দ্বিগুণ হতে পারে। কিন্তু তাই বলে হৃদয় ভাঙার জন্য বিমা! শুনতে অবাক লাগলেও সামাজিক মাধ্যমের মারফতে জানা গেছে এ খবর। হৃদয় ভাঙার ‘বিমা’র কারণেই প্রেমিকার সঙ্গে...