চীনের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ০.৫ শতাংশ কমানোর ঘোষণা
সম্প্রতি চীনের কেন্দ্রীয় ব্যাংক তথা চীনের গণব্যাংক (পিবিসি) রিজার্ভ ০.৫ শতাংশ কমানোর ঘোষণা দেয়।
ফলে, আর্থিক বাজারে প্রায় এক ট্রিলিয়ন ইউয়ানের দীর্ঘমেয়াদী তারল্য সরবরাহ সম্ভব হবে। পিবিসি’র প্রধান ফান কং শেং আজ (মঙ্গলবার) এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
ফান কং শেং বলেন, আর্থিক প্রতিষ্ঠানের বর্তমান ওয়েটেড গড় ডিপোজিট রিজার্ভ রেশিও ৭ শতাংশ। কমানোর পরে, বড় ব্যাঙ্কগুলো বর্তমান ৮.৫ থেকে কমিয়ে ৮ শতাংশ...