শুধু নারীদের জন্য
শুধুমাত্র নারীদের ছবি তোলা ও প্রিন্টের জন্য আফগানিস্তানের বাদাখশান প্রদেশে স্টুডিও চালু করেছেন এক দম্পতি। নারীরা যেন স্বাচ্ছন্দ্যে ছবি তুলতে পারেন এই চিন্তা থেকে স্টুডিওটির যাত্রা শুরু করেছেন তারা। স্টুডিওটির ম্যানেজার বিসমিল্লাহ মোহাম্মাদি সংবাদমাধ্যমকে বলেন, “এরআগে এই প্রদেশে শুধুমাত্র নারীদের জন্য কোনো স্টুডিও ছিল না। আমি এবং আমার স্ত্রী এরকম স্টুডিও খোলার সিদ্ধান্ত নেই। যেন নারীর স্বস্তি নিয়ে ছবি তুলতে...