ভারতের ৩ পরিবার একত্রে সিঙ্গাপুর রাষ্ট্রের চেয়েও ধনী!
ভারতের শীর্ষ তিন ধনী পরিবারের মোট সম্পদ (৪৬০ বিলিয়ন ডলার) এশিয়ার অন্যতম ধনী দেশ সিঙ্গাপুরের জিডিপির সমান।
সম্প্রতি প্রকাশিত বার্কলেজ প্রাইভেট ক্লায়েন্ট হুরুন ইন্ডিয়ার তালিকায় ২৫.৮ লাখ কোটি রুপি (৩০৯ বিলিয়ন) নিয়ে প্রতম স্থানে রয়েছে আম্বানি পরিবার। তাদের পরে ৭.১ লাখ কোটি রুপি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নীরজ বাজাজের নেতৃত্বাধীন বাজাজ পরিবার, যেখানে কুমার মঙ্গলম বিড়লার নেতৃত্বাধীন বিড়লা পরিবার ৫.৪ লাখ...