সিঙ্গাপুরে ১৬টি প্রজাতির কীটপতঙ্গ খাওয়ার অনুমতি প্রশাসনের
সিঙ্গাপুরে কীটপতঙ্গ খাওয়ার অনুমতি দিল সেই দেশের প্রশাসন। ১৬টি প্রজাতির কীটপতঙ্গ খাওয়ার অনুমতি দিল সিঙ্গাপুরের খাদ্য সংস্থা। এই সব কীটপতঙ্গের মধ্যে রয়েছে ঝিঁঝিপোকা, ফড়িং, পঙ্গপাল, রেশমপোকা। এই ঘোষণার পর অনেক রেস্তোরাঁ কর্তৃপক্ষই খুশি হয়েছে।
তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের খাদ্য সরবরাহকারী সংস্থাগুলি চীন, থাইল্যান্ড ও ভিয়েতনামের নিয়ন্ত্রিত খামার থেকে কীটপতঙ্গ আনার প্রস্তুতি নিচ্ছে। সিঙ্গাপুর খাদ্য সংস্থা (এসএফএ) অনুযায়ী, খুব তাড়াতাড়ি এই ব্যবস্থা কার্যকর...