রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ব্যর্থ ম্যাক্রো’র ফ্রান্সে অস্থিরতা
ফ্রান্স সোমবার সংসদীয় নির্বাচনের পরে একটি নতুন সরকার গঠনের ক্ষেত্রে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। ভোটে শীর্ষ অবস্থানে আসা বামপন্থী নিউ পপুলার ফ্রন্টের (এনএফপি) নেতারা ম্যাক্রোঁর মধ্যপন্থী এবং মেরিন লে পেনের কট্টর-ডানপন্থী ন্যাশনাল র্যালী (এন আর) উভয়কেই পরাজিত করেছে। তারা এ সপ্তাহেই প্রধানমন্ত্রী পদে প্রার্থীর নাম ঘোষণা করবে বলে ঘোষণা দিয়েছে। খবর এএফপি’র।ফলাফল দেখে লে পেনের পরাজয় উদযাপনের জন্য প্যারিসের...