‘ভূমিধস’ বিজয় পাবেন ট্রাম্প, দাবি স্টিভ ব্যাননের
ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র ও হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন বলেছেন, আগামী নভেম্বরের নির্বাচনে ‘ভূমিধস’ ভোটে জিতবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসির দদিস উইক’ এর সহ-অ্যাঙ্কর জোনাথন কার্লের সঙ্গে এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন ট্রাম্প এই উপদেষ্টা। স্টিভ ব্যানন রোববার দেওয়া ওই সাক্ষাৎকারে বলেন, আমি ১০০ ভাগ নিশ্চিত আছি,সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে পরাজিত করবেন। বাইডেনকে আমরা বিশাল...