নাবালিকাকে ধর্ষণে দোষী সাব্যস্ত সেই নেপালি ধর্মগুরু
এক নাবালিকাকে যৌন হেনস্তার অপরাধে নেপালি ধর্মগুরু ‘বুদ্ধ বয়’কে দোষী সাব্যস্ত করল আদালত। গত জানুয়ারিতে তাকে গ্রেপ্তার করেছিল নেপাল পুলিশ। ১ জুলাই সাজা ঘোষণা। মনে করা হচ্ছে, তার অন্তত ১২ বছরের কারাবাসের সাজা হতে পারে।
৩৩ বছরের ওই আধ্যাত্মিক নেতার আসল নাম রামবাহাদুর বোমজান। তার অনুগামীরা দাবি করতেন তিনিই পূর্বজন্মে গৌতম বুদ্ধ ছিলেন। বলা হত, তিনি নাকি জল, খাদ্য, ঘুম ছাড়া...