ইকুয়াটোরিয়াল গিনির প্রেসিডেন্টের সাথে শি জিনপিংয়ের আলোচনা
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার বিকালে, বেইজিংয়ের মহাগণভবনে ইকুয়াটোরিয়াল গিনির প্রেসিডেন্ট তেওডোরো ওবিয়াং এনগুয়েমা এমবাসোগোর সঙ্গে আলোচনা করেন। দুই রাষ্ট্রপ্রধান ঘোষণা করেছেন যে, তারা চীন-ইকুয়াটোরিয়াল গিনি সম্পর্ককে একটি সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করবেন।
শি জিনপিং উল্লেখ করেছেন যে, চীন এবং ইকুয়াটোরিয়াল গিনি ভালো বন্ধু এবং অংশীদার। উচ্চ-স্তরের রাজনৈতিক আস্থা দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় বৈশিষ্ট্য।
শি জিনপিং জোর দিয়ে বলেছেন...