৩০০’র বেশি আসন নিয়ে সরকার গড়বে ইন্ডিয়া জোট : কেজরিওয়াল
ভারতে লোকসভা নির্বাচন কার্যত শেষের দিকে। ইতিমধ্যেই পাঁচ দফার ভোট শেষ হয়েছে। আগামী ২৫ মে ও ১ জুন শেষ দুই দফায় ১১৫ আসনে ভোট হওয়ার সঙ্গে সঙ্গেই সম্পন্ন হয়ে যাবে ভোটগ্রহণ পর্ব। আগামী ৪ জুন যাবে দেশের শাসনক্ষমতায় কারা আসীন হচ্ছে। কেননা ওইদিনই খোলা হবে বৈদ্যুতিন ভোটযন্ত্র। যদিও পাঁচ দফার ভোট শেষ হতেই গলার শিরা ফুলিয়ে দাবি-পাল্টা দাবি করছেন বিজেপি...